প্রাক্তন প্রেমিকের নির্যাতনের শিকার অভিনেত্রী
মালায়ালাম সিনেমার অভিনেত্রী আনিকা বিক্রমন। প্রাক্তন প্রেমিক অনুপ পিল্লাই তাকে শারীরিকভাবে নির্যাতন করেছেন বলে অভিযোগ
সকল জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে বিয়ে করলেন দুই বাংলার দুইজন তারকা উপস্থাপক, মডেল, অভিনেত্রী ও সঙ্গীতশিল্পী মিথিলা ও কলকাতার প্রখ্যাত চলচ্চিত্র নির্মাতা সৃজিত মুখার্জী। শুক্রবার সন্ধ্যায় দক্ষিণ কলকাতায় সৃজিত মুখার্জির বাসায় তাঁদের বিয়ে রেজিস্ট্রি করা হয়। ঘরোয়াভাবে আয়োজিত এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উভয়ের পরিবারের মানুষজন। আরও ছিলেন এই দুই তারকার ঘনিষ্ঠ কয়েকজন বন্ধু-বান্ধব। এই তারকা দম্পতি বিয়ে নিয়ে সামাজিক যোগযোগ মাধ্যম ফেইসবুকে শুরু হয়েছে তোলপাড়। কেউ জানাচ্ছে শুভেচ্ছা ও শুভ কামনা। আবার কেউ কেউ করছেন চরম সমালোচনা।
ওপার বাংলার জনপ্রিয় সঙ্গীতশিল্পী অনুপম রায় লিখেন, ‘নো পয়েন্টস ফর গেছিং হু ইজ গেটিং হিটসড টুডে! সৃজিতদার জীবনে বসন্ত এসে গেছে! অভিনন্দন কমরেড!’
‘অনেক শুভ কামনা রইল সৃজিত দা ও মিথিলা আপুর জন্য। জীবন হলো বহমান নদীর মতো, কারোর জন্য তা থেমে থাকে নি আর থাকবেও না। ‘ - শুভ কামনা জানিয়ে লিখেন অনন্যা সেনগুপ্ত।
রুমানা আখি লিখেন, ‘আপু জীবনটা তোমার। ভালো থাকা, সুখে থাকাটাও তোমার ব্যাপার। তুমি যা করছো, ভালো করেছো। তোমাকে অভিনন্দন।’
‘দু’জনের জীবনে ঘনঘন বসন্ত আসে, তাই বর্তমান বসন্তের শুভেচ্ছা এবং ভবিষ্যৎ বসন্তের শুভ কামনা রইলো।’ - গাজী শুভর মন্তব্য।
মিথিলা-সৃজিতের বিয়ের ছবি শেয়ার করে পারভেজ আক্তার লিখেন, ‘সুখি হও, সুখে কাটাও সময়৷ উভয়ের জন্য শুভ কামনা৷’
‘মিথিলার জীবনের ছন্দপতন, আবার নতুন ছন্দে সাজাবে জীবন..’ - সাজ্জাদ মালিকের প্রত্যাশা।
মিথিলার প্রথম স্বামী সঙ্গীতশিল্পী তাহসান খানকে উদ্দেশ্য করে ফাহিম আবার লিখেন, ‘তাহসান ভাইকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি মন থেকে এবং আগামী দিনের অনেক বেশি দোয়া সাথে শুভ কামনা রইল। অনেক দেরিতে হলেও ...... মহিলাটাকে নিজের জীবন থেকে সারা জীবনের মতো বিতাড়িত করতে পেরেছেন বলে।’
‘কি রুচি একটা হিন্দুর সাথে বিয়ে হচ্ছে মুসলমান নারীর আর বিয়েটা ধর্মের কোন নিয়মে হলো বুঝলাম না। কারণ দু’জন তো দুই ধর্মের। মা শব্দটা কত পবিত্র, বাট নিজের ছোট সেই সোনামণির কথা একবারও চিন্তা করলো না মিথিলা। আসলে ওয়েল ইডুকেটেড হলে কি লাভ হবে, যদি মানুষের ব্যক্তিত্ব, চিন্তা-ভাবনা, মনুষ্যত্ব যদি একদম নষ্ট হয়।’ - সমালোচনা করে লিখেন রাজিন সালেহ।
নীরা হক লিখেন, ‘মিথিলার ব্যাপারে কথা বলতেও রুচিতে বাধে। তবে আমি বিয়েটাকে সমার্থন করি। কারণ লিভ টুগেদারের চেয়ে বিয়েটা বেটার।’
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।