বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
কুষ্টিয়ার মিরপুরে আনজেরা খাতুন (৪০) নামের এক গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। নিহত আনজেরা আমলা ইউনিয়নের কচুবাড়িয়া এলাকার নজরুল ইসলাম ওরফে নজুর প্রথম স্ত্রী এবং দুই সন্তানের জননী।
শুক্রবার (৬ ডিসেম্বর) সকালে মিরপুর উপজেলার আমলা ইউনিয়নের কচুবাড়িয়া ক্যানেলপাড়াস্থ তার নিজ ঘর থেকে এই মরদেহ উদ্ধার করা হয়।
নিহতের প্রতিবেশী নাসির জানান, নজু দ্বিতীয় বিয়ে করার পর থেকে তাদের পরিবারে নিত্যদিন অশান্তি লেগেই আছে। শুক্রবার সকালে নজু আনজেরাকে শোবার ঘরে ঝুলতে দেখে স্থানীয়দের ডেকে আনে। পরে থানায় খবর দিলে পুলিশ মরদেহটি উদ্ধার করে।
আমলা পুলিশ ক্যাম্পের এএসআই আশরাফ জানান, প্রাথমিকভাবে মনে হচ্ছে গলায় রশি দিয়ে ফাঁস দেওয়ার কারণে মারা গেছে। পারিবারিক কলোহের জেরে এ ঘটনা ঘটতে পারে। তবে এ ব্যাপারে নিহতের পরিবার কোনো অভিযোগ না করায় লাশ দাফনের জন্য পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।