বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
ঝালকাঠির রাজাপুর থেকে মধ্যবয়সী অজ্ঞাত পরিচয় এক নারীর (৫০) মরদেহ উদ্ধার করেছে রাজাপুর থানা পুলিশ। আজ বুধবার বেলা ১১টার দিকে উপজেলার সাতুরিয়া ইউনিয়নের দক্ষিণ তারাবুনিয়া গ্রাম থেকে ওই নারীর মরদেহ উদ্ধার করা হয়।
পুলিশ জানায়, আজ সকাল ১০টার দিকে স্থানীয় বাসিন্দারা তারাবুনিয়া গ্রামের ডাক্তার বাড়িসংলগ্ন রাস্তার পূর্ব পাশে লাশটি দেখতে পেয়ে সিদ্দিকুর রহমান চেয়ারম্যানকে জানায়। পরে চেয়ারম্যান বিষয়টি পুলিশকে অবহিত করলে ঘটনাস্থলে গিয়ে পুলিশ লাশ উদ্ধার করে
সাতুরিয়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মো. সিদ্দিকুর রহমান বলেন, ঘটনাস্থলে উপস্থিত এলাকাবাসী কেউ ওই নারীকে দেখে চিনতে পারেনি। রাজাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জাহিদ হোসেন বলেন, স্থানীয়রা কেউ ওই নারীর পরিচয় না জানলেও তাকে ওই এলাকায় আগেও দেখেছে কিন্তু তার পরিচয় জানত না। এ ছাড়া ওই নারী মানসিক ভারসাম্যহীন ছিলেন বলেও জানান স্থানীয়রা। পুলিশ তার পরিচয় জানার চেষ্টা চালাছে।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।