Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

কুড়িগ্রামে ডোবা থেকে এক ব্যাক্তির গলিত মরদেহ উদ্ধার

কুড়িগ্রাম জেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ১৬ আগস্ট, ২০১৯, ৩:১৫ পিএম

কুড়িগ্রাম পৌরসভার কামারপাড়া এলাকায় নিজ বাড়ীর পাশের একটি ডোবা থেকে সুলতান আলী (৫০) নামের এক ব্যাক্তির গলিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
শুক্রবার সকাল ১১টার দিকে ডোবা থেকে তার মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য সদর হাসপাতালে প্রেরণ করেছে পুলিশ।
এলাকাবাসী ও পুলিশ জানায়, গত বৃধবার বিকেল ৫টার দিকে বাড়ী থেকে বের হয়ে আর ফিরে আসেনি সুলতান আলী। অনেক খোঁজাখুঁজির পরও তার পরিবারের লোকজন তার কোন সন্ধান পাননি। এ অবস্থায় শুক্রবার সকাল ১০টার দিকে পার্শ্ববর্তী ডোবায় একটি মরদেহ ভাসতে দেখে পুলিশে খবর দেয় এলাকাবাসী। পরে পুলিশ মরদেহ উদ্ধার করলে পরিবারের লোকজন সুলতানের বলে সনাক্ত করে।
এব্যাপারে কুড়িগ্রামের অতিরিক্ত পুলিশ সুপার উৎপল রায় জানান, সুলতান নামের এক ব্যাক্তির মরদেহ উদ্ধার করা হয়েছে। তবে তার মৃত্যুর কারণ এখনও জানা যায়নি। ময়না তদন্তের রিপোর্ট পেলে কি কারনে মৃত্যু হয়েছে তা নিশ্চিত হওয়া যাবে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: মরদেহ উদ্ধার


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ