Inqilab Logo

সোমবার, ২৯ এপ্রিল ২০২৪, ১৬ বৈশাখ ১৪৩১, ১৯ শাওয়াল ১৪৪৫ হিজরী

গোদাগাড়ীতে শুকানো খড় থেকে প্রাইভেটকারে আগুন, রক্ষা পেল যাত্রীরা

গোদাগাড়ী (রাজশাহী) উপজেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ৭ ডিসেম্বর, ২০১৯, ৩:১৬ পিএম

রাজশাহীর গোদাগাড়ীতে সড়কে থাকা খড় থেকে মাইক্রোবাসে আগুন লেগেছে। কিন্তু চালকের দক্ষতায় বড় ধরনের দুর্ঘটনা থেকে রক্ষা পেয়েছেন পাবনার দাদু মটরসের মালিক রেজাউল কবির শরিফসহ তিনজন যাত্রী। শনিবার বেলা সাড়ে ১১টার দিকে উপজেলার নাচোল-আমনুরা সড়কের আমতলায় এ ঘটনা ঘটে।

ফায়ার সার্ভিস ও এলাকাবাসী সূত্রে জানা যায়, পাবনা থেকে চাঁপাইনবাবগঞ্জের রহনপুরের দিকে একটি মাইক্রোবাস যাওয়ার সময় রাস্তায় শুকাতে দেয়া ধানের খড় থেকে ধীরে ধীরে আগুন ধরে গাড়ীতে ছড়িয়ে পড়লে এতে যাত্রীরা আতঙ্কিত হয়ে পড়েন। তাৎক্ষণিক গাড়ী থামিয়ে সকল যাত্রীকে নিরাপদে পাঠিয়ে দেয়া হয়। পরে স্থানীয়রা ফায়ার সার্ভিসে খবর দিলে দ্রুত ফায়ার সার্ভিস কর্মীরা আগুন নিয়ন্ত্রণে আনে তবে গাড়ীর ইঞ্জিন সম্পূর্ণ পুড়ে যায়।

খড় থেকে চলন্ত মাক্রোবাসে অগ্নিকাণ্ড
গোদাগাড়ী ফায়ার সার্ভিস সিভিল ডিফেন্সের স্টেশন মাস্টার আতাউর রহমান বলেন, মাইক্রোবাসটিতে আগুনের সূত্রপাত হয়েছে শুকনা খড় থেকে। আগুন নিয়ন্ত্রণ করতে না পারলে পুরো গাড়ীটি পুড়ে যেত। এতে বড় ধরনের দুর্ঘটনা থেকে রক্ষা পেয়েছেন যাত্রীরা।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: আগুন


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ