Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

অভিশংসনের অভিযোগ গঠন করবে বিচার বিভাগীয় কমিটি

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ৭ ডিসেম্বর, ২০১৯, ১২:০৩ এএম

মার্কিন প্রতিনিধি পরিষদের স্পিকার ন্যান্সি পেলোসি জানিয়েছেন, প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বিরুদ্ধে অভিশংসনের অভিযোগ গঠন করবে বিচার বিভাগীয় কমিটি। এ ব্যাপারে তিনি কমিটির চেয়ারম্যানকে অনুরোধ জানানো হয়েছে বলে বৃহস্পতিবার তিনি জানিয়েছেন। পেলোসি বলেছেন, ‘আজ আমি আমাদের চেয়ারম্যানকে অভিশংসন প্রক্রিয়া শুরু করতে বলেছি’। স্থানীয় সময় বৃহস্পতিবার সকালে ক্যালিফোর্নিয়া থেকে নির্বাচিত ডেমোক্র্যাট দলের এই কংগ্রেস নেতা বলেন, ‘তথ্যগুলো একেবারেই অবিতর্কিত। প্রেসিডেন্ট তার রাজনৈতিক সুবিধার জন্য আমাদের জাতীয় নিরাপত্তার ম‚ল্যের বিনিময়ে, সামরিক সহায়তা আটকে দিয়ে এবং ওভাল অফিসে গুরুত্বপ‚র্ণ বৈঠকের বিনিময়ে রাজনৈতিক প্রতিদ্ব›দ্বীর বিরুদ্ধে তদন্তের ঘোষণার জন্য ক্ষমতার অপব্যবহার করেছেন’। এর আগে বুধবার বিচার বিভাগীয় কমিটি জানিয়েছিল, নির্বাচনে প্রতিদ্ব›দ্বী প্রার্থীকে বিপাকে ফেলতে ডোনাল্ড ট্রাম্প যেভাবে ইউক্রেনের ওপর চাপ সৃষ্টি করেছিলেন, তা অভিশংসনযোগ্য। তারা অভিশংসনের অভিযোগ গঠন করার বিষয়টি বিবেচনা করছেন। পেলোসির এ বক্তব্যের পরপরই প্রেসিডেন্ট ট্রাম্প টুইটারে তার প্রতিক্রিয়া ব্যক্ত করে বলেছেন, ‘আমাকে যদি অভিশংসিত করতে চান তাহলে তাড়াতাড়ি করুন, যাতে সিনেটে আমরা একটি ন্যায়বিচার পাই এবং আমাদের দেশ যাতে কর্মকাÐে ফিরে যেতে পারে’। গোয়েন্দা কমিটির প্রতিবেদন প্রকাশের পর বুধবার শুনানি শুরু করে প্রতিনিধি পরিষদের জুডিশিয়ারি কমিটি। এতে অংশ নিয়ে তিন জন সংবিধান বিশেষজ্ঞ তাদের স্বাক্ষ্যে বলেছেন, প্রেসিডেন্ট ট্রাম্প অভিশংসিত হওয়ার মতো কাজ করেছেন। তবে চতুর্থ আরেকজন প্রফেসর বলেছেন, ট্রাম্প যা করেছেন তা ভুল তবে অভিশংসিত হওয়ার মতো অপরাধ নয়। বৃহস্পতিবার এক সংবাদ সম্মেলনে প্রতিনিধি পরিষদের স্পিকার ন্যান্সি পেলোসি বলেন, নিজের রাজনৈতিক স্বার্থে আমাদের জাতীয় নিরাপত্তার বিনিময়ে প্রেসিডেন্ট ক্ষমতার অপব্যবহার করেছেন। আর ওভাল অফিসে এক গুরুত্বপ‚র্ণ বৈঠকে তার রাজনৈতিক প্রতিদ্ব›দ্বীর (জো বাইডেন) বিরুদ্ধে তদন্ত শুরুর ঘোষণার বিনিময়ে সামরিক সহায়তা দেওয়ার (ইউক্রেনকে) প্রতিশ্রুতি দিয়েছেন। বিবিসি, রয়টার্স, সিএনএন।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: মার্কিন

১৭ ফেব্রুয়ারি, ২০২৩

আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ