Inqilab Logo

শুক্রবার ০৮ নভেম্বর ২০২৪, ২৩ কার্তিক ১৪৩১, ০৫ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

আইসিইউ স্থাপনে রিট স্বাস্থ্যের ডিজিকে হাইকোর্টে তলব

স্টাফ রিপোর্টার | প্রকাশের সময় : ৫ ডিসেম্বর, ২০১৯, ১২:০৪ এএম

 হাসপাতালে আইসিইউ-সিসিইউ স্থাপনের নির্দেশনা প্রতিপালন না করায় স্থাস্থ্য অধিদফতরের মহাপরিচালক (ডিজি) এবং সংশ্লিষ্ট বিভাগের পরিচালক মো. আমিনুল ইসলামকে তলব করেছেন হাইকোর্ট। আগামি ৮ জানুয়ারি তাদের সশরীরে হাজির হতে বলা হয়েছে। গতকাল বুধবার বিচারপতি জেবিএম হাসান এবং বিচারপতি মো. খায়রুল আলমের ডিভিশন বেঞ্চ তাদের তলব করেন। গত ২৮ আগস্ট দেশের সব জেলা সদরে সরকারি হাসপাতালে ৩০ বেডের ইনটেনসিভ কেয়ার ইউনিট (আইসিইউ), করোনারি কেয়ার ইউনিট (সিসিইউ) স্থাপনে একটি পূর্ণাঙ্গ প্রকল্প তৈরি করতে নির্দেশ দেন হাইকোর্ট। এজন্য কত জনবল ও টাকা প্রয়োজন সে বিষয়ে এই প্রকল্প তৈরি করে স্বাস্থ্য অধিদফতরের মহা-পরিচালককে অগ্রগতি প্রতিবেদন দিতে বলা হয়। ‘হিউম্যান রাইটস ল’ইয়ার্স অ্যান্ড সিকিউরিং এনভায়রনমেন্ট সোসাইটি অব বাংলাদেশ’র পক্ষে সংগঠনটির কোষাধ্যক্ষ মো. শাহ আলম এ বিষয়ে রিট করেন।

 



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: আইসিইউ

১৩ জানুয়ারি, ২০২২
৩০ অক্টোবর, ২০২১

আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ