নারী দিবস ম্যারাথনে পাপিয়া চ্যাম্পিয়ন
‘নিরাপদ সমাজ, নিরাপদ নারী’-স্লোগানে অনুষ্ঠিত নারী দিবস রেগুলার ম্যারাথনে রেগুলার বাংলাদেশের পাপিয়া খাতুন চ্যাম্পিয়ন, হামিদা
২০০৫ সালে কাবাডি খেলা শুরু করেন শাহনাজ পারভিন মালেকা। দীর্ঘ এক যুগেরও বেশি সময়ের ক্যারিয়ারে অনেক অর্জন তারা। ২০১০ গুয়াংজু এশিয়ান গেমসে নারী কাবাডিতে বাংলাদেশের বোঞ্জপদক জয়ী দলের অধিনায়ক ছিলেন তিনি। একই বছর ঢাকায় অনুষ্ঠিত সাউথ এশিয়ান গেমসের ১১তম আসরে তার নেতৃত্বেই রুপা জিতেছিল বাংলাদেশ নারী কাবাডি দল। এশিয়ান বিচ গেমসে ব্রোঞ্জ জিততে সামনে থেকে নেতৃত্ব দিয়েছিলেন। ২০১৬ সালে ভারতের শিলং ও গৌহাটিতে অনুষ্ঠিত নারী কাবাডিতে দুর্দান্ত খেলে বাংলাদেশকে রৌপ্য জিতিয়েছিলেন মালেকা। দীর্ঘ ১৪ বছরের ক্যারিয়ারের ইতি টানার সিদ্ধান্ত নিয়েছেন তিনি। নেপাল এসএ গেমসই তার শেষ খেলা। বুধবার এমনটাই জানালেন মালেকা। তিনি বলেন,‘অনেক তো খেললাম। তাই এবার নতুনদের জন্য জায়গা ছেড়ে দিতে চাই। কোচিংয়ে ক্যারিয়ার গড়ার ইচ্ছা রয়েছে আমার।’ মালেকার অবসর ঘোষনার দিনে এবারের এসএ গেমসে নারী কাবাডিতে নেপালের কাছে ৩৬-২৫ পয়েন্টে হেরেছে বাংলাদেশ।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।