Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

প্রতিবন্ধীদের অবারিত ভবিষ্যত নিশ্চিত করা প্রত্যেকেরই দায়িত্ব: ডা. কনক কান্তি বড়ুয়া

বিএসএমএমইউতে আন্তর্জাতিক প্রতিবন্ধী দিবস পালন

স্টাফ রিপোর্টার | প্রকাশের সময় : ৪ ডিসেম্বর, ২০১৯, ৫:২৭ পিএম

বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের ভিসি প্রফেসর ডা. কনক কান্তি বড়ুয়া বলেছেন, সমাজের মানুষ হিসেবে প্রত্যেকেরই দায়িত্ব প্রতিবন্ধীদের উন্মুক্ত অবারিত ভবিষ্যত নিশ্চিত করা। এ জন্য সকলের মাঝে চেতনার উন্মেষ ঘটাতে হবে। প্রতিবন্ধীরা যাতে পরিবার, শিক্ষা প্রতিষ্ঠান ও কর্মস্থলসহ সর্বত্র উপযুক্ত সুযোগ-সুবিধা পায় তা নিশ্চিত করতে রাষ্ট্রের সকল নাগরিককে সচেতন ও দায়িত্বশীল হতে হবে।

বুধবার (৪ ডিসেম্বর) ডা. মিল্টন হলে আন্তর্জাতিক প্রতিবন্ধী দিবস ২০১৯ উপলক্ষে বিশ্ববিদ্যালয়ের ফিজিক্যাল মেডিসিন এন্ড রিহ্যাবিলিটেশন বিভাগ আয়োজিত এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। পরে ভিসি প্রতিবন্ধি ব্যক্তিদের মধ্যে হুইল চেয়ার বিতরণ করেন। এরপর একটি শোভাযাত্রা বের হয়। শোভাযাত্রাটি ক্যাম্পাসের বিভিন্ন অংশ প্রদক্ষিণ করে। এছাড়াও ‘ডিজাবিলিটি ব্যারিয়ার্স : রোল অফ রিহ্যাবিলিটেশন ফিজিশিয়ান্স’ শীর্ষক বৈজ্ঞানিক অধিবেশনের আয়োজন করা হয়। এ সকল কর্মসূচীতে বিশেষ অতিথি ছিলেন বিশ্ববিদ্যালয়ের প্রো-ভিসি ডা. মো. শহীদুল্লাহ সিকদার, প্রো-ভিসি ডা. সাহানা আখতার রহমান, কোষাধ্যক্ষ ডা. মোহাম্মদ আতিকুর রহমান। সভাপতিত্ব করেন ডা. মো. মাঈনুজ্জামান। মূল প্রবন্ধ উপস্থাপন করেন ফিজিক্যাল মেডিসিন এন্ড রিহ্যাবিলিটেশন বিভাগের চেয়ারম্যান প্রফেসর ডা. মো. তসলিম উদ্দিন। স্বাগত বক্তব্য রাখেন প্রফেসর ডা. এ কে এম সালেক। এবারে প্রতিপাদ্য ‘অবারিত হোক প্রতিবন্ধী ব্যক্তির ভবিষ্যৎ’।

ডা. মো. শহীদুল্লাহ সিকদার বলেন, প্রতিবন্ধীদের অধিকার নিশ্চিত করতে আমাদের দৃষ্টিভঙ্গি পাল্টাতে হবে। প্রতিবন্ধীরা যাতে তাঁদের ন্যায্য অধিকার ভোগ করতে পারেন সে জন্য সংশ্লিষ্ট সকলকে এগিয়ে নিয়ে আসতে হবে। ডা. সাহানা আখতার বলেন, বাংলাদেশের মহান সংবিধানে প্রতিবন্ধীদের অধিকারের কথা বলা আছে। প্রতিবন্ধীবান্ধব দেশ গড়তে কার্যকরী উদ্যোগ নিতে হবে।

ডা. মোহাম্মদ আতিকুর রহমান বলেন, প্রতিবন্ধিতা অক্ষমতা নয়। প্রতিবন্ধিতার শিকার মানুষদের অধিকার বাস্তবায়নে সস্মিলিত প্রচেষ্টা অব্যাহত রাখতে হবে।

ড. মো. তসলিম উদ্দিন বলেন, প্রতিবন্ধীদের সমাজের সর্বত্র অন্তর্ভুক্তির বিষয়টি নিশ্চিত করতে হবে।

আলোচনা সভায় বলা হয়, আমরা সকলে একত্রে আগত ভবিষ্যয়ের দিকে তাকিয়ে আছি যেখানে কোনো ধরণের কোনো প্রতিবন্ধকতা থাকবে না। আমরা মনে করি যে, প্রতিবন্ধি ব্যক্তির বাড়িতে, জনসাধারণে কিংবা গাড়িতে চলাচলে কোনো বাধা থাকবে না। শিক্ষা প্রতিষ্ঠানে-শ্রেণী কক্ষ চাকুরীস্থল অথবা সমাজের সর্বত্র থাকবে না কোনও ভেদাভেদ। উম্মুক্ত অবারিত ভবিষ্যতের দায়িত্ব সকলেরই। কোনো স্বাস্থ্যগত প্রতিবন্ধকতাই আমাদের এই অবারিত ভবিষ্যতের পথে বাধা হতে পারে না। সকলে মিলে আমরা একটি সামাজিক আন্দোলন গড়ে তুলতে পারি। অন্যান্য দেশের মতো বাংলাদেশে জাতীয় পর্যায়ে পঙ্গুত্ব নির্ণয়, চিকিৎসা প্রদান ও সার্টিফিকেট প্রত্যয়ন প্রক্রিয়ায় যথাযথ ফিজিক্যাল রিহ্যাবিলিটেশন মেডিসিন ফিজিশিয়ানকে অন্তর্ভুক্ত করা সময়েরই দাবী।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ