প্রাক্তন প্রেমিকের নির্যাতনের শিকার অভিনেত্রী
মালায়ালাম সিনেমার অভিনেত্রী আনিকা বিক্রমন। প্রাক্তন প্রেমিক অনুপ পিল্লাই তাকে শারীরিকভাবে নির্যাতন করেছেন বলে অভিযোগ
ভারতের পাঞ্জাব আর এখানকার মাদক ব্যবহার নিয়ে চারজন মানুষের অভিজ্ঞতার গল্প। টমি সিং (শাহিদ কাপুর) একজন রক গায়ক। সে নিজে যেমন মাদকসেবী তেমনি তার গান আর জীবন ধারার মাধ্যমে সে নিজের অজান্তে মাদক ব্যবহারকে উৎসাহিত করে। সে যখনই জানতে পারে সে তরুণ সমাজকে কোন দিকে ঠেলে দিচ্ছে তখন থেকেই সে মাদকের ব্যবহার নিরুৎসাহিত করার জন্য তার জীবনধারা বদলে ফেলে এবং গানের মাধ্যমে তা প্রচার করা চেষ্টা করে। কিন্তু তার ভক্তরা এতে বিরূপ হয়ে পড়ে এবং তার ওপর ক্ষেপে যায়। কুমারী পিঙ্কি (আলিয়া ভাট) পাঞ্জাবে বসবাসকারী এক বিহারী তরুণী। খেতমজুর হিসেবে কাজ করার সময় তার হাতে এসে পড়ে এক প্যাকেট মাদক দ্রব্য। সে প্রথমে সেটি স্থানীয় মাদক ব্যবহারকারীদের কাছে বিক্রি করার চেষ্টা করে ব্যর্থ হয়। শেষ ভুলক্রমে সে সেগুলো যে চক্রের তাদের কাছে নিয়ে গিয়ে তাদের হাতে বন্দী হয়। মাদক পাচারকারীদের যৌনদাসীতে পরিণত হয় সে। একসময় সে বন্দীদশা থেকে পালাতে সক্ষম হয়। তার সঙ্গে পলায়নরত টমির দেখা হয়। তখনও তার ভক্তরা তাকে তাড়া করছে। পিঙ্কি তাকে তাদের হাত থেকে বাঁচায়। সরতাজ সিং (দিলজিত সিং) একজন অসৎ পুলিশ কর্মকর্তা মাদক ব্যবসায়ীদের কাছ থেকে ঘুষ খেতেই সে দ্বিধা করে না। তার ছোট ভাইটি ভয়ানকভাবে মাদকে আসক্ত জানতে পেরে সে সম্বিত ফিরে পায়। ভাইকে সে মাদকাসক্তি নিরাময়ের হাসপাতালে ভর্তি করে দেয়। এখানকার চিকিৎসক প্রীতের (কারিনা কাপুর) সঙ্গে তার পরিচয় হয়। সে আর প্রীত মাদক ব্যবসায়ীদের মুখোশ খুলে দেবার সিদ্ধান্ত নেয়। পিঙ্কি আবার অপহৃত হয়। টমি তাকে উদ্ধার করার জন্য তাকে যেখানে রাখা হয়েছে সেখানে উপস্থিত হয়। অন্যদিকে সরতাজও মাদক ব্যবসায়ীদের সেই কেন্দ্রে এসে হাজির হয়।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।