Inqilab Logo

সোমবার, ২৯ এপ্রিল ২০২৪, ১৬ বৈশাখ ১৪৩১, ১৯ শাওয়াল ১৪৪৫ হিজরী

ভাওয়াইয়া এক্সপ্রেস চাই

| প্রকাশের সময় : ৩ ডিসেম্বর, ২০১৯, ১২:০১ এএম

দীর্ঘদিনের প্রতীক্ষার পর যখন চিলমারি টু ঢাকা আন্তঃনগর ট্রেন সার্ভিস চালু হওয়ার ঘোষণা দেওয়া হলো, যেন আনন্দের বন্যা বয়ে গেল প্রত্যেকটা মানুষের হৃদয়ে। কিন্তু এই আনন্দের রেশ কাটতে না কাটতেই আবারও মতের অমিল চিলমারি থেকে ঢাকা আন্তঃনগর ট্রেনের নামকরণ নিয়ে। কেউ কুড়িগ্রাম এক্সপ্রেস চাইছে, কেউ ব্রাদার্স এক্সপ্রেস, আবার কেউ চিলমারি এক্সপ্রেস, আবার অনেকেই মনেপ্রাণে চাইছে নামটা হোক ভাওয়াইয়া এক্সপ্রেস। আমাদের কুড়িগ্রাম জেলা ৬৪টি জেলার মধ্যে দরিদ্রতার শীর্ষস্থানে। সারাদিনে কর্মক্লান্ত ঘামে ভেজা শরীর নিয়ে যখন সন্ধ্যার পর বাড়ি ফেরে তখন বাড়ির উঠানে কিংবা গাছের তলায় পাতানো টঙে গলা ছেড়ে ভাওয়াইয়া গান গায়। ভাওয়াইয়া গানের স্মৃতি ধরে রাখতে অন্তত ভাওয়াইয়া এক্সপ্রেস নামটা অত্যন্ত জরুরি। বাংলাদেশ রেলওয়ের মাননীয় মন্ত্রী মহোদয়ের কাছে আকুল আবেদন, চিলমারী টু ঢাকা আন্তঃনগর ট্রেনটির নাম চাই ভাওয়াইয়া এক্সপ্রেস।
জেলী আক্তার
রসুলপুর, কুড়িগ্রাম।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন