Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

বাবা আদালত চত্বরের চা বিক্রেতা, মেয়ে সেই কোর্টের বিচারক

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ২ ডিসেম্বর, ২০১৯, ২:৫৩ পিএম

ভারতের প্রধানমন্ত্রী এক সময় চা বিক্রেতা ছিলেন। সেই দেশের পাঞ্জাব রাজ্যের জলন্ধরের এক আদালত চত্বরে চা বিক্রি করে সংসার চালান সুরেন্দ্র কুমার নামে এক লোক। আর সেই আদালতের বিচারক হলেন ওই চা বিক্রেতার মেয়ে। মেয়ে শ্রুতি পড়াশোনায় শুরু থেকেই ভাল ছিল।
সুরেন্দ্রর মেয়ে শ্রুতি পড়াশোনায় শুরু থেকেই ভালো ছিল। ২৩ বছর বয়সী শ্রুতি প্রথমবারেই পাশ করেছেন পাঞ্জাব সিভিল সার্ভিস (জুডিসিয়াল) পরীক্ষা। এরপর একবছর ট্রেনিংয়ের পর এখন পাঞ্জাবের জলন্ধরে নাকোদার শহরের সাব-ডিভিশনার ম্যাজিস্ট্রেট কোর্টের বিচারকের পদে নিযুক্ত হলেন। এসসি ক্যাটাগরিতে প্রথম হয়েছেন শ্রæতি।
মেয়ে শ্রুতি বলেন, ‘আমার কাজটা সহজ ছিল না ঠিকই। কিন্তু বাবাকে চা বিক্রি করতে দেখে জেদটা বেড়ে গেছিল। সেই জেদের জন্যই হয়তো স্বপ্নের চাকরিটা করতে পারছি। আমি সবসময়ই চাইতাম কোনও আইনি পেশার সঙ্গে যুক্ত হতে। বিশেষত চাইতাম বিচারক হতে।’
তিনি বলেন, ‘ইচ্ছার জায়গা থেকেই আইনি পেশায় আসা। প্রথমবারেই সফলতা পেয়েছি।’ এতবড় সাফল্যের পর শ্রুতিকে নিয়ে দেশজুড়ে শুরু হয়েছে উচ্ছ¡াস আর সংবর্ধনা অনুষ্ঠান।



 

Show all comments
  • muhammad shahjahan ২ ডিসেম্বর, ২০১৯, ৪:২৬ পিএম says : 0
    Thank you the Daily Inqilab. It is a very good step.
    Total Reply(0) Reply

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: বিচারক


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ