Inqilab Logo

রোববার ২৪ নভেম্বর ২০২৪, ০৯ অগ্রহায়ণ ১৪৩১, ২১ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

নতুন গাড়ি পেলেন আরো ৬২ বিচারক

স্টাফ রিপোর্টার | প্রকাশের সময় : ২ জুলাই, ২০১৯, ১২:০৫ এএম

সিডান গাড়ি পেলেন অধস্তনআদালতের ৬২ বিচারক। তারা অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালত পর্যায়ের কর্মকর্তা। গতকাল সোমবার আইনমন্ত্রী আনিসুল হক রাজধানীর আবদুল গনি রোডস্থ নিবন্ধন অধিদপ্তর প্রাঙ্গনে বিচারকদের হাতে গাড়ির চাবি তুলে দেন। এর আগে গত ২৭ জুন দেশের ৪৬ জন জেলা ও দায়রা জজ এবং সম পর্যায়ের বিচারকদের ৪৬টি গাড়ির চাবি তুলে দেন মন্ত্রী। অনাড়ম্বরপূর্ণ আনুষ্ঠানিকতা শেষে আইনমন্ত্রী বিচারকদেরকে গাড়িগুলো যতœসহকারি ব্যবহারের পরামর্শ দেন। মন্ত্রী জানান, আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয় বিগত ২০১৮-২০১৯ অর্থ বছরে অধস্তন আদালতে কর্মরত বিচারকদের জন্য ৩৮ কোটি ৭৬ লাখ ৩২ হাজার ৩৩০ টাকা ব্যয়ে মোট ১০৯ টি সিডান কার এবং ৬টি মাইক্রোবাস কেনে। এগুলোর মধ্যে ১৭ কোটি ২১ লাখ ৯৪ হাজার ৩৩০ টাকা ব্যয়ে জেলা ও দায়রা জজ/ সমমর্যাদার কর্মকর্তাদের জন্য ৪৬টি কার, ১৮ কোটি ৩৪ লাখ ৫৮ হাজার টাকা ব্যয়ে অতিরিক্ত জেলা ও দায়রা জজদের জন্য ৬২টি কার এবং ৬৩ লাখ ৯০ হাজার টাকা ব্যয়ে প্রশাসনিক আপিল ট্রাইব্যুনালের জন্য একটি গাড়ি কেনা হয়। এছাড়া ২ কোটি ৫৫ লাখ ৯০ হাজার টাকা ব্যয়ে ৬টি জেলার চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের জন্য ৬টি মাইক্রোবাস কেনা হয়েছে। গাড়ির চাবি হস্তান্তর অনুষ্ঠানে আইন সচিব আবু সালেহ শেখ মো. জহিরুল হক, যুগ্ম সচিব গোলাম সারোয়ার, বিকাশ কুমার সাহা ও এ.এইচ.এম. হাবিবুর রহমান ভুইয়াসহ মন্ত্রণালয়ের সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: বিচারক


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ