Inqilab Logo

শনিবার ১৬ নভেম্বর ২০২৪, ০১অগ্রহায়ণ ১৪৩১, ১৩ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

সীমান্ত হাট চালুর সিদ্ধান্ত পাকিস্তান-ইরানের

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ১ ডিসেম্বর, ২০১৯, ৮:০৪ পিএম

চার সীমান্ত হাট চালুর সিদ্ধান্ত নিয়েছে পাকিস্তান ও ইরান। শনিবার ইরান সফররত পাকিস্তানি প্রতিনিধি দলের প্রধান রেজা বালুচ এ তথ্য জানিয়েছেন। এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে তেহরানভিত্তিক সংবাদমাধ্যম পার্স টুডে।

ইরানের দক্ষিণাঞ্চলীয় জাহেদান শহরে সীমান্ত বাণিজ্য উন্নয়ন বিষয়ক একটি চুক্তি স্বাক্ষরের পর এ সীমান্ত হাট চালুর সিদ্ধান্তের কথা জানান রেজা বালুচ। তিনি বলেন, বিষয়টি নিয়ে দুই দেশই কাজ করছে। যাবতীয় প্রক্রিয়া শেষে এ হাট চালু করা হবে।

ইরানের সিস্তান ও বালুচিস্তান প্রদেশের শ্রম ও সমাজ কল্যাণ বিষয়ক সংস্থার প্রধান নাদের মিরাশকার জানিয়েছেন, পাকিস্তানি প্রতিনিধি দলের সঙ্গে দুই দিনব্যাপী আলোচনা হয়েছে। অত্যন্ত সৌহার্দ্যপূর্ণ পরিবেশে বৈঠক হয়েছে। তিনি বলেন, দ্বিপক্ষীয় বাণিজ্যের ক্ষেত্রে ইরানের সিস্তান ও বালুচিস্তান প্রদেশ এবং পাকিস্তানের বেলুচিস্তান প্রদেশের অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। পাকিস্তান হচ্ছে ইরানের দক্ষিণ-পূর্বাঞ্চলীয় প্রতিবেশী দেশ। দুই দেশের মধ্যে বিশাল সীমান্ত রয়েছে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ