পশ্চিম তীরে সহিংসতা আঞ্চলিক স্থিতিশীলতার জন্য হুমকিস্বরূপ
জর্ডানের বাদশাহ আবদুল্লাহ মার্কিন প্রতিরক্ষামন্ত্রী লয়েড অস্টিনের সঙ্গে বৈঠক করেছেন। এই বৈঠকে তিনি বলেছেন, ফিলিস্তিনের
ইনকিলাব ডেস্ক : ইরাকের ফালুজা শহর থেকে পালিয়ে আসা লোকদের অস্থায়ী শরণার্থী শিবিরগুলোয় তীব্র মানবিক বিপর্যয় দেখা দিয়েছে বলে খবর পাওয়া গেছে। আইএসের হাত থেকে শহরটি পুনরুদ্ধারে চার সপ্তাহ ধরা চলা সরকারি অভিযানের কারণে ৮০ হাজারের বেশি মানুষ ঘরবাড়ি ছেড়ে পালিয়েছে। কিন্তু বর্তমানে সেখানে চরম খাদ্য, পানি ও ওষুধের সংকট দেখা দিয়েছে। সিরিয়ায় গৃহযুদ্ধে হাসপাতালগুলোতে হামলার কারণে গত পাঁচ বছরে ৭ শতাধিক চিকিৎসক-নার্স নিহত হয়েছেন। জাতিসংঘ এ তথ্য জানিয়েছে। সিরিয়ায় জাতিসংঘের তদন্ত কমিশনের প্রধান পাওলো পিনহেইরো বলেন, সিরিয়ার অনেক হাসপাতাল-ক্লিনিক যুদ্ধবিমান থেকে নির্বিচারে হামলার শিকার হয়েছে। এতে হতাহতের শিকার হয়েছেন চিকিৎসক-নার্সসহ অনেক হাসপাতালকর্মী। পিনহেইরো বলেন, এসব হামলার শিকার হয়ে অনেক রোগীও মারা গেছে। তার তথ্য অনুযায়ী চিকিৎসকসহ অতিজরুরি কাজে নিয়োজিত হাসপাতালকর্মীরাও নিহত হয়েছেন। ফলে পর্যাপ্ত চিকিৎসাসেবার অভাবে যুদ্ধাহত বেসামরিক মানুষের মৃত্যুর সংখ্যা অনেক বেড়ে গেছে। তিনি অভিযোগ করেন, আলথকায়েদা অনুগত জিহাদিরা শিশুদের বাধ্য করছে তাদের হয়ে সরকারের বিরুদ্ধে যুদ্ধ করতে। আল-জাজিরা, বিবিসি।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।