পশ্চিম তীরে সহিংসতা আঞ্চলিক স্থিতিশীলতার জন্য হুমকিস্বরূপ
জর্ডানের বাদশাহ আবদুল্লাহ মার্কিন প্রতিরক্ষামন্ত্রী লয়েড অস্টিনের সঙ্গে বৈঠক করেছেন। এই বৈঠকে তিনি বলেছেন, ফিলিস্তিনের
ইনকিলাব ডেস্ক : সিরিয়ায় প্রেসিডেন্ট বাশার আল-আসাদের সরকারি বাহিনীর কাছ থেকে রাকা শহরের উত্তরাঞ্চল পুনর্দখল দখল করে নিয়েছে জিহাদি সংগঠন ইসলামিক স্টেট (আইএস)। সিরিয়া যুদ্ধ পর্যবেক্ষণকারী ব্রিটেনভিত্তিক মানবাধিকার সংস্থা সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটস জানায়, সরকারি বাহিনীকে রাকার তাবকা থেকে ৪০ কিলোমিটার পেছনে হটে যেতে বাধ্য করেছে আইএস। অন্যদিকে, সিরিয়ায় আইএস নিয়ন্ত্রিত এলাকায় রাশিয়ার বিমান হামলায় শিশুসহ অন্তত ৩০ জন সাধারণ নাগরিক নিহত হয়েছে। এই হামলায় আরো দেড় শতাধিক আহত হয়েছে। সিরিয়ার রাকা নগরীতে স্থানীয় সময় গত বুধবার এই হামলা চালায় রাশিয়া। ব্রিটেন ভিত্তিক মানবাধিকার সংস্থা জানায়, নিহতদের মধ্যে ৬টি শিশুও রয়েছে। সিরিয়ায় আসাদ বাহিনীকে পিছনে হটাতে বাধ্য করার একদিন পরই এ হামলা চালায় রাশিয়া। আইএস কৌশলগত শহর তাবকাতে নিজেদের অবস্থান নিয়ে নেয়। ওই অঞ্চলে একটি পানির বাঁধ ও বিমানঘাঁটি রয়েছে। পর্যবেক্ষণকারী দল জানায়, আসাদ বাহিনী ও তার মিত্ররা ওই বিমানঘাঁটির ৭ কিলোমিটারের মধ্যে সরে এসেছে। ২০১৪ সালে আইএস রাকা দখল করার আগ পর্যন্ত তাবকা বিমানঘাঁটিটি আসাদ সরকারের নিয়ন্ত্রণে থাকা একমাত্র বিমানঘাঁটি ছিল।
এ ছাড়া বুধবার আমেরিকার নেতৃত্বাধীন আন্তর্জাতিক জোটবাহিনীও রাকায় আইএসের বিরুদ্ধে বিমান হামলা চালিয়েছে। উল্লেখ্য, রাকা আইসের স্বঘোষিত রাজধানী। এদিকে জাতিসংঘের তদন্ত কমিশন বলেছে, সিরিয়া গৃহযুদ্ধে গত ৫ বছরে ৭ শতাধিক চিকিৎসক-নার্স নিহত হয়েছেন। বার্তা সংস্থাগুলো বলছে, মাত্র কিছুদিন আগেই রুশ বাহিনীর সহায়তায় ওই গুরুত্বপূর্ণ অঞ্চলের দখল নিয়েছিল সরকারি বাহিনী। এমনকি একদিন আগেও ওই অঞ্চলের নিয়ন্ত্রণ সরকারি বাহিনীর হাতেই ছিল। ওই অঞ্চলে একটি বাঁধ ও একটি বিমানঘাঁটি আছে। আইএসের কথিত বার্তা সংস্থা আমাক জানায়, গত রোববার আসাদ বাহিনীর হাতে পতন হওয়া থাওরা তেলক্ষেত্রটিও ফের দখল করে নিয়েছে আইএস। গত কয়েক মাসে জোট বাহিনীর অব্যাহত অভিযানে ইরাক, সিরিয়া ও লিবিয়ায় নিয়ন্ত্রণ হারাতে শুরু করেছিল আইএস। তবে রাকার এই অঞ্চল পুনর্দখলের মাধ্যমে আবারো নিজেদের অস্তিত্বের জানান দিল এই জিহাদিরা। বিশেষজ্ঞদের মতে, ২০১৫ সালে আইএস তার দখলকৃত অঞ্চলের ১৫ শতাংশের নিয়ন্ত্রণ হারিয়েছিল। এর আগে গত রোববার সরকারি বাহিনী তাবকা বিমানঘাঁটির ৭ কিলোমিটারের মধ্যে অবস্থান নিয়েছিল। তাবকা সরকারি বাহিনীর সর্বশেষ বিমানঘাঁটি, যেটি রাকা প্রদেশে অবস্থিত। ২০১৪ সালের আগস্ট মাসে আইএস ওই অঞ্চল দখল করে। ওই সময় প্রকাশিত আইএসের ভিডিওতে আসাদ বাহিনীর আটক হওয়া সেনাদের সবাইকে হত্যা করার দৃশ্য দেখানো হয়। উল্লেখ্য, সিরিয়ায় ২০১১ সালের মার্চে সরকারবিরোধী আন্দোলন শুরু হয়। পরবর্তী সময়ে তা গৃহযুদ্ধে রূপ নেয়। প্রায় পাঁচ বছর ধরে চলা সংঘাতে এখন পর্যন্ত আড়াই লাখের বেশি মানুষ প্রাণ হারিয়েছে। উদ্বাস্তু হয়েছে ১ কোটি ১০ লক্ষাধিক লোক। তাদের মধ্যে প্রায় ৪০ লাখ মানুষ অন্য দেশে আশ্রয় নিতে বাধ্য হয়েছে। সিরিয়ায় গৃহযুদ্ধের সুযোগে দেশটিতে শক্ত ঘাঁটি গড়ে তুলেছে আইএস এবং আল-কায়েদার সিরীয় শাখা আল-নুসরা ফ্রন্ট। চলমান এই গৃহযুদ্ধে আসাদ সরকারের প্রতি সরাসরি নিজের সমর্থন ব্যক্ত করে রাশিয়া। যুক্তরাষ্ট্র ও দেশটির অন্য মিত্রদের পক্ষ থেকে বেশ কয়েকবার আসাদকে ক্ষমতাচ্যুত করার পদক্ষেপ নেয়া হলেও রাশিয়ার বিরোধিতার কারণে তা নস্যাৎ হয়ে যায়। বিবিসি, আল-জাজিরা।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।