গুলিস্তানের বিস্ফোরণে নিহত ১৬ জনের নাম-পরিচয় পাওয়া গেছে
রাজধানীর গুলিস্তানের সিদ্দিক বাজার এলাকায় ভয়াবহ বিস্ফোরণের ঘটনায় এখন পর্যন্ত ১৬ জন নিহত হয়েছেন। এ
নাগরিক ঐক্যের আহবায়ক মাহমুদুর রহমান মান্না বলেন, বেগম জিয়ার একজন জাতীয় নেত্রী, তিনি নারী নেত্রী। কি নির্যাতনটা হচ্ছে দেখছেন? রাজনীতির কথা বাদ দেন আমি মনে করি এতো বড় অন্যায়। এতো বয়সী, এতো অসুস্থ তারপরেও কেউ কেউ পাশবিক আনন্দ পায়। কিছু কিছু লোক আছে- অন্যের কষ্ট দেখে ভালো লাগে। মনে হয় বেগম জিয়া যত কষ্ট পাচ্ছেন তত বেশি প্রাণভরে ভেতরে ভেতরে হাসছেন। হয়ত টেলিভিশনে হাসেন না, আমরা দেখতে পারছি না। এই রকম পৈশাচিক আনন্দ যারা পান তাদের বিরুদ্ধে একসাথে সবাই মিলে দাঁড়াতে হবে।
রোববার (১ ডিসেম্বর) রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইন্সটিটিউশনের সেমিনার কক্ষে নারী ও শিশু অধিকার ফোরামের উদ্যোগে আয়োজিত এক সেমিনারে তিনি এসব কথা বলেন।
মাহমুদুর রহমান মান্না বলেন, আস্তে আস্তে অনেক কিছু বদলায়, সারা পৃথিবী বদলায়। বাংলাদেশ এখানে থাকবে কেনো? এখন বদলাবার জন্যে আপনারা কী তৈরি হচ্ছেন? যুগে যুগে তাই হয়েছে। অত্যাচারের সীমা আছে, নির্যাতনের সীমা আছে, গায়ের জোরে দখলদারিত্বে করে ক্ষমতা টিকিয়ে রাখারও একটা সীমা আছে। ওই সীমা পার হবার সময়, পড়ে যাওয়ার সময়। এখন আমাদেরকে দাঁড়াতে হবে।
তিনি বলেন, এদিকে নারীরা দাঁড়াবে, আরেকদিকে কর্মচারিরা দাঁড়াবে, শ্রমিক দাঁড়াবে, সমস্ত পেশার মানুষরা দাঁড়াবে। একসাথে কোনো এক সময়ে সমস্ত রাজপথ আমাদেরই হবে। এটাই আমাদের দরকার। সেজন্য আমাদেরই প্রস্তুতি গ্রহণ করা দরকার এখন। এই বিজয়ের মাসে আমরা সেই বিজয়ের ঘন্টা বাজাতে চাই।
সংগঠনের আহবায়ক ও বিএনপির স্থায়ী কমিটির সদস্য সেলিমা রহমান ও সদস্য সচিব অ্যাডভোকেট নিপুণ রায় চৌধুরীর সঞ্চালনায় আলোচনা সভায় আরও বক্তব্য রাখেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক ভিসি প্রফেসর এমাজ উদ্দীন আহমদ, শিক্ষাবিদ প্রফেসর দিলারা চৌধুরী, প্রফেসর এ বি এম ওবায়দুল ইসলাম, সুপ্রিম কোর্টের আইনজীবী অ্যাডভোকেট ফজলুর রহমান ও সাংবাদিক মাহমুদা চৌধুরী।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়, ভাইস চেয়ারম্যান নিতাই রায় চৌধুরী, কেন্দ্রীয় নেতা তাহসিনা রুশদীর লুনা, শিরিন সুলতানা, আবদুল কালাম আজাদ সিদ্দিকী, ফরিদা মনি শহিদুল্লাহ, আবদুস সালাম আজাদ, রফিকুল ইসলাম, হারুনুর রশীদ, মীর নেওয়াজ আলী নেওয়াজ, শামসুল আলম প্রামানিক, বিলকিস ইসলাম, আবু নাসের মুহাম্মদ রহমাতুল্লাহ, ফরিদা ইয়াসমীন, নুরজাহান মাহবুব, আনোয়ার হোসেইন, খন্দকার আবু আশফাক প্রমূখ নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।