Inqilab Logo

রোববার, ১৬ জুন ২০২৪, ০২ আষাঢ় ১৪৩১, ০৯ যিলহজ ১৪৪৫ হিজরী

জন্মনিবন্ধন সেবা দ্রুত হোক

| প্রকাশের সময় : ১ ডিসেম্বর, ২০১৯, ১২:০০ এএম

কক্সবাজারের ৭১টি ইউনিয়ন ও চারটি পৌরসভার জন্মনিবন্ধন কার্যক্রম অনেক দিন ধরে বন্ধ রয়েছে। এতে লাখো মানুষ নাগরিক সেবা থেকে বঞ্চিত হচ্ছে। রোহিঙ্গাদের নিবন্ধনের অজুহাতে ২০১৭ সালের সেপ্টেম্বরে কক্সবাজার জেলার জন্মনিবন্ধন কার্যক্রম বন্ধ করা হয়েছিল; কিন্তু এখনও চালু করা হয়নি। স্থানীয় জনপ্রতিনিধি ও প্রশাসনের কর্মকর্তারা নানাভাবে চেষ্টা চালিয়েও কেন্দ্রীয় সার্ভারে কক্সবাজার জেলার জন্মনিবন্ধন সেবা চালু করতে পারছে না। নির্বাচিত জনপ্রতিনিধিরা পৌরসভা ও ইউনিয়নকেন্দ্রিক জন্মনিবন্ধন কার্যক্রম কবে চালু হবে, তার নিশ্চয়তাও দিতে পারছেন না। কক্সবাজার জেলায় জন্মসনদ, জাতীয় পরিচয়পত্র, পাসপোর্টসহ গুরুত্বপূর্ণ সেবা বন্ধ রয়েছে। এ কারণে শিক্ষাপ্রতিষ্ঠানে ভর্তি, বিয়ে, জায়গাজমি ত্রয়-বিক্রয়, বিদেশ গমনসহ নানা গুরুত্বপূর্ণ কার্যক্রমে সমস্যা সৃষ্টি হচ্ছে। নাগরিক অধিকারগুলো বন্ধ থাকার কারণে কক্সবাজার জেলার ২৭ লাখ মানুষ চরম দুর্ভোগের মধ্যে রয়েছে। এ ব্যাপারে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করছি।

আরিফ ইকবাল নূর
শিক্ষার্থী, ঢাকা বিশ্ববিদ্যালয়।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন