বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
টাঙ্গাইলের সখিপুরে দিনমজুরের পকেটে ইয়াবা দিয়ে ফাঁসানোর চেষ্টার মামলায় আসামী পুলিশের পলাতক সোর্স আল-আমিনকে (২৫) গ্রেফতার করেছে সখিপুর থানা পুলিশ। রিমান্ডে নেওয়া তিন পুলিশ সদস্যের তথ্যের ভিত্তিতে শনিবার ভোররাতে মির্জাপুরের গোড়াই এলাকা থেকে সখিপুর থানা পুলিশ তাকে গ্রেফতার করে। সে মির্জাপুরের ভাউড়া এলাকার আজাহার আলীর ছেলে। এ ঘটনায় ৭জন আসামীর মধ্যে আল-আমিনসহ মোট পাঁচজনকে গ্রেফতার করা হলো। এদের মধ্যে এএসআই রিয়াজুল, কনস্টেবল গোপাল সাহা, কনস্টেবল রাসেল ও সোর্স হাসান সখিপুর থানায় দুইদিনের রিমান্ডে রয়েছে। সখিপুর থানার অফিসার ইনচার্জ (ওসি)মো. আমির হোসেন বলেন, আল-আমিনকে পাঁচদিনের রিমান্ড চেয়ে আদালতে পাঠানো হবে। উল্লেখ্য, গত বৃহস্পতিবার সন্ধ্যায় বাঁশতৈল পুলিশ ফাঁড়ির এএসআই রিয়াজুল ইসলাম চার কনস্টেবল ও দুই সোর্সকে নিয়ে সিভিলে সখিপুর উপজেলার হতেয়া-রাজাবাড়ী এলাকার এক দিনমজুরের পকেটে ইয়াবা দিয়ে ফাঁসানোর চেষ্টা করে। পরে পুলিশ এএসআই রিয়াজুল ইসলামসহ চারজনকে গণধোলাই দিয়ে পুলিশে দেয়। এসময় দুই কনস্টেবল ও সোর্স আল-আমিন পালিয়ে যায়।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।