নারী দিবস ম্যারাথনে পাপিয়া চ্যাম্পিয়ন
‘নিরাপদ সমাজ, নিরাপদ নারী’-স্লোগানে অনুষ্ঠিত নারী দিবস রেগুলার ম্যারাথনে রেগুলার বাংলাদেশের পাপিয়া খাতুন চ্যাম্পিয়ন, হামিদা
এসএ গেমসে অংশ নিতে বাংলাদেশের বেশির ভাগ অ্যাথলেট চলে গেছেন নেপালে। বাংলাদেশ পুরুষ ক্রিকেট দল রওনা দিচ্ছে আগামীকাল সকালে। অথচ গতকাল সন্ধ্যা পর্যন্ত এসএ গেমসের জন্য আনুষ্ঠানিকভাবে দলই ঘোষণা করেনি বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)! যদিও নির্বাচেকরা অনেক আগেই দল জমা দিয়ে রেখেছেন।
এসএ গেমসের বাংলাদেশ দলকে নেতৃত্ব দিচ্ছেন নাজমুল হাসান, যিনি অধিনায়ক ছিলেন সবশেষ ইমার্জিং কাপে। শুধু অধিনায়কত্বে নন, ইমার্জিং কাপের দলটাই প্রায় এসএ গেমসে যাচ্ছে। চোটে পড়ে বাদ পড়েছেন আমিনুল ইসলাম বিপ্লব। দলে নতুন করে অন্তর্ভুক্ত হয়েছেন বাংলাদেশ টেস্ট দলে থাকা সাইফ হাসান ও মানিক খান। সৌম্য সরকার থাকছেন এসএ গেমসের দলেও। এসএ গেমসে সৌম্যকে রাখার ব্যাখ্যায় বিসিবির নির্বাচক হাবিবুল বাশার বললেন, ‘দলে ২৩ বছরের ওপরে তিনজনকে রাখা যাবে। সৌম্যকে রাখা এ কারণে। আর ইমার্জিং দলটা খুব একটা পরিবর্তন করতে চাচ্ছি না। যেহেতু অনেক দিন ধরে খেলছে, ওর অভিজ্ঞতা কাজে লাগাতে চাইছি। দলের সমন্বয়টা ভাঙতে চাইছি না।’
এবার শুধু নির্বাচক নন, এবার দলের ম্যানেজার হিসেবেও কাঠমন্ডু যাচ্ছেন হাবিবুল। প্রথমবারের মতো দলের সঙ্গে একটি গেমসে যাচ্ছেন, অন্যরকম রোমাঞ্চ কাজ করছে তার মধ্যে, ‘নতুন একটা অভিজ্ঞতা হতে যাচ্ছে। সিরিজ-টুর্নামেন্ট একরকম। এখানে সহ¯্রাধিক অ্যাথলেট থাকবে এক জায়গায়, ক্রিকেট খেলতে হবে ভিন্ন পরিবেশে। সোনা জিতলে পোডিয়ামে দাঁড়াতে হয়। জাতীয় সংগীত বাজে- অন্যরকম এক ব্যাপার।’
এসএ গেমসে বাংলাদেশ ক্রিকেট দলের রেকর্ড দুর্দান্ত। এসএ গেমসের ইতিহাসে একবারই অন্তর্ভুক্ত হয়েছে ক্রিকেট, ২০১০ সালে। ঘরের মাঠে বাংলাদেশ সেবার সোনা জিতেছিল। হাবিবুল বলছেন, এবারও তাঁদের একই লক্ষ্য থাকবে, ‘অবশ্যই আমাদের লক্ষ্য থাকবে সোনা জয়।’
এক দশক আগের এসএ গেমসে ছেলেরা খেললেও এবারই প্রথম মেয়েদের ক্রিকেট অন্তর্ভুক্ত করা হয়েছে। তাতে প্রথমবার এই প্রতিযোগিতায় খেলার সুযোগ পাচ্ছে বাংলাদেশের মেয়ে ক্রিকেটাররা। এশিয়া কাপ চ্যাম্পিয়নরা সেরাটা খেলে সোনা জেতার লক্ষ্য নিয়ে গতকালই দেশ ছেড়েছে। এসএ গেমসে ভালো করতে আশাবাদী পেসার জাহানারা আলম। দেশ ছাড়ার আগে তিনি বলেছেন, ‘প্রথমবার এসএ গেমসে খেলার সুযোগ হচ্ছে আমাদের। শুরুটা স্মরণীয় করে রাখতে চাই। আশা করি সোনা জিতেই দেশে ফিরতে পারবো। চেষ্টা করবো নিজের সেরাটা দেওয়ার জন্য।’
আগামী ১ থেকে ১০ ডিসেম্বর নেপালের কাঠমান্ডু ও পোখারায় হবে মেয়েদের ক্রিকেট, টি-টোয়েন্টি ফরম্যাটে। ৭ দল দুই গ্রুপে ভাগ হয়ে খেলবে। বাংলাদেশ ‘বি’ গ্রুপে খেলবে পাকিস্তান ও মালদ্বীপের সঙ্গে। ‘এ’ গ্রুপে স্বাগতিক নেপালের সঙ্গী ভারত, শ্রীলঙ্কা ও ভুটান। বাংলাদেশের প্রথম ম্যাচ ২ ডিসেম্বর মালদ্বীপের বিপক্ষে। পোখারায় তাদের শেষ গ্রুপ ম্যাচ পাকিস্তানের বিপক্ষে ৫ ডিসেম্বর। গ্রুপের শীর্ষ দুটি দল সেমিফাইনাল খেলে জায়গা করে নেবে ৯ ডিসেম্বরের ফাইনালে।
বাংলাদেশ পুরুষ দল
নাজমুল হোসেন শান্ত (অধিনায়ক), সাইফ হাসান, নাঈম শেখ, ইয়াসির আলী, আফিফ হোসেন, জাকির হাসান, মিনহাজুল আবেদীন আফ্রিদি, সৌম্য সরকার, তানভীল ইসলাম, মাহমুদ হাসান, মেহেদী রানা, সুমন খান, মাইদুল ইসলাম ভূঁইয়া, মানিক খান ও মেহেদী হাসান।
বাংলাদেশ মহিলা দল
সালমা খাতুন (অধিনায়ক), নিগার সুলতানা, জাহানারা আলম, আয়েশা রহমান, ফারজানা হক, মুর্শিদা খাতুন, সানজিদা ইসলাম, শবনম মোস্তারি, ফাহিমা খাতুন, শামীমা সুলতানা, নাহিদা আক্তার, খাদিজা তুল কুবরা, রিতু মনি, পূজা চক্রবর্তী, রাবেয়া।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।