Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

সড়ক দুর্ঘটনায় নিরাপত্তাকর্মীসহ নিহত ২

স্টাফ রিপোর্টার | প্রকাশের সময় : ২৮ নভেম্বর, ২০১৯, ১২:০১ এএম


রাজধানীতে পৃথক সড়ক দুর্ঘটনায় এক নিরাপত্তাকর্মীসহ দু’জন নিহত হয়েছেন। নিহতরা হলেনÑ গুলশানে প্রাইভেটকারের চাপায় নিরাপত্তকর্মী শামসুজ্জামান লাবু (৪০) ও দয়াগঞ্জে ট্রাকের চাপায় অজ্ঞাত পরিচয় ব্যক্তি (৫৫)। গত মঙ্গলবার দিবাগত রাতে এ দুটি ঘটনা ঘটে।

পুলিশ ও হাসপাতাল সূত্র জানায়, রাজধানীর গুলশানে প্রাইভেট কারের চাপায় শামসুজ্জামান লাবু নামের এক নিরাপত্তাকর্মী নিহত হয়েছেন। গত মঙ্গলবার রাত সাড়ে ১১দিকে এ দুর্ঘটনা ঘটে। পরে তাকে উদ্ধার করে ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

লাবুর সহকর্মীরা বলেন, তিনি একটি প্রাইভেট নিরাপত্তা কোম্পানির মাধ্যমে গুলশান-১ একটি পিজাহাটে নিরাপত্তাকর্মী হিসেবে চাকরি করতেন। রাতে ওই পিজাহাটের সামনের রাস্তা পার হওয়ার সময় একটি প্রাইভেট কার তাকে চাপা দিলে তিনি মারা যান।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: নিহত


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ