Inqilab Logo

সোমবার ২৫ নভেম্বর ২০২৪, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২২ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

নেছারাবাদে সাবেক এমপি আউয়ালের ভবন দখলে নিল ভূমি অফিস

নেছারাবাদ(পিরোজপুর)উপজেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ২৭ নভেম্বর, ২০১৯, ৮:৪৭ পিএম

পিরোজপুরের নেছারাবাদ উপজেলায় অবস্থিত সাবেক এমপি একেএম আউয়াল এর নামে প্রতিষ্ঠিত'আউয়াল ফাউন্ডেশন' দখলে নিয়েছে স্বরূপকাঠি ইউনিয়ন/পৌরসভা ভূমি অফিস। বুধবার বিকেলে উপজেলা ফেরিঘাট সড়কে অবস্থিত ওই আউয়াল ফাউন্ডেশনে স্বরূপকাঠি ইউনিয়ন/পৌরসভা ভূমি অফিসের নামে সাইন বোর্ড ঝুলিয়ে ভবনে প্রবেশ করেন সহকারী ভূমি কমিশনার মো. রফিকুল হক ও তার ষ্টাফরা। এসময় ভবনের ভিতরে কাউকে না পেয়ে ফাউন্ডেশনে থাকা আসভাবপত্রসহ অন্যান্য জিনিসপত্র অফিসের ভিতরে অন্য একটি কক্ষে রাখা হয়।

সহকারি ভূমি কমিশনার রফিকুল হক বলেন, সরকারি জমিতে কারও পাকা ভবন করার এখতিয়ার নেই। তিনি বলেন উপজেলা ইমাম সমিতির নামে লীজ দেয়া জায়গাটি তিনি দখল করে ওখানে ব্যক্তিগত নামে ভবন নির্মান করেছিলেন। যা সম্পূর্ন অবৈধ। তাই সরকারি জমি উদ্ধার করে সরকারি অফিস করা হয়েছে।
জানাযায়, দশম জাতীয় সংসদ নির্বাচনের পর পিরোজপুর-১ আসনের সাবেক এমপি একেএম আউয়াল তার স্ত্রী লায়লা পারভীনের নামে উপজেলা ইমাম সমিতির নামে ওই জায়গাটি দখলে নেয়ার জন্য একটি আবেদন জমা দেন। আবেদন জমা দিয়েই এমপি আউয়াল জায়গাটি দখলে নিয়ে সেখানে নিজ নামে টিনের চালা বিশিষ্ট একটি পাকা ভবন করেন। আর সেই ভবনটির নাম রাখেন 'আউয়াল ফাউন্ডেশন'।

উপজেলা সদর ভূমি অফিসের তহশিলদার মো. আলতাফ হোসেন জানান, উর্ধ্বতন কর্মকর্তাদের নির্দেশ মোতাবেক আউয়াল সাহেবের নামে 'আউয়াল ফান্ডেশন' ভবনটি দখলে নেয়া হয়েছে। এখন থেকে তাদের সব অফিসিয়ালি কার্যক্রম ওই ভবনে বসেই করা হবে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা সরকার আব্দুল্লাহ আল মামুন বাবু বলেন, উর্ধ্বতন কর্মকর্তাদের নির্দেশ মোতাবেক আউয়াল সাহেবের নামে 'আউয়াল ফান্ডেশন' ভবনটি উপজেলা সদর ভূমি অফিসের নামে লীজ নিয়ে ভূমি অফিসের নামে সাইনবোর্ড ঝুলানো হয়েছে। এখন থেকে ওটাই হবে স্বরূপকাঠি ইউনিয়ন/পৌরসভা ভূমি অফিস।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: দখল

১৩ ডিসেম্বর, ২০২২
১৩ এপ্রিল, ২০২২

আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ