Inqilab Logo

শুক্রবার, ০৫ জুলাই ২০২৪, ২১ আষাঢ় ১৪৩১, ২৮ যিলহজ ১৪৪৫ হিজরী

কেরানীগঞ্জে চালককে হত্যা করে ছিনতাই করা রিকশা উদ্ধার: গ্রেফতার ২

কেরানীগঞ্জ(ঢাকা)উপজেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ২৭ নভেম্বর, ২০১৯, ১১:৪৭ এএম

ঢাকার কেরানীগঞ্জে চালককে হত্যা করে ছিনতাই করে নিয়ে যাওয়া ইঞ্জিন চালিত অটোরিকশাটি উদ্ধার ও এই ঘটনার সাথে জড়িত থাকার অভিযোগে দুইজনকে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতারকৃত মোঃ মাসুদ(৪৫) ও মোঃ সেন্টু মিয়া(৫০)কে ৩দিনের রিমান্ড শেষে আজ বুধবার(২৭নভেম্বর) সকালে আদালতে প্রেরণ করেছে পুলিশ। কেরানীগঞ্জ মডেল থানার এসআই ও মামলার তদন্তকারী কর্মকর্তা বিপুল চন্দ্র দাস জানান,গত ২০নভেম্বর(বুধবার) রাতে কামরাঙ্গীরচরে যাত্রীসেজে ছিনতাইকারী রাজিব(২৫) ও মনির(২৬) নিহত চালক মোঃ জাকির হোসেনের(৩২)ইঞ্জিন চালিত অটোরিকশায় উঠে। তারা বেশি ভাড়া দেয়ার কথা বলে জাকির হোসেনকে নিয়ে কেরানীগঞ্জের খোলামোড়া এলাকায় আসে। এসময় ওই দুই ছিনতাইকারী কৌশলে খাবারের সাথে নেশা ও বিষ জাতীয় কিছু মিশিয়ে রিকশা চালক জাকির হোসেনকে খাওয়ায়। এতে কিছুক্ষনের মধ্যেই জাকির হোসেন অচেতন হয়ে পড়লে ওই দুই ছিনতাইকারী অটোরিকশাটি নিয়ে পালিয়ে যায়। পরেরদিন বৃহস্পতিবার(২১নভেম্বর) সকালে জাকির হোসেনরে স্ত্রী কহিনুর বেগম কনা ও তার স্ত্রীরভাই জামাল হোসেন খবর পেয়ে জাকির হোসেনকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন। ওইদিন রাতেই চিকিৎসাধীন অবস্থায় সেখানে সে মারা যায়। এতে নিহত জাকির হোসেনের বড়ভাই মোঃ কামাল হোসেন বাদী হয়ে রাতেই থানায় একটি মামলা দায়ের করেন। এতে গোপন সংবাদের ভিত্তিতে খবর পেয়ে ওই রাতেই নজরগঞ্জ এলাকায় সেন্টু মিয়ার রিকশা গ্যারেজে অভিযান চালিয়ে ছিনতাই হওয়া রিকশাটি উদ্ধার করা হয়। এই ঘটনার সাথে জড়িত থাকার অভিযোগে গ্যারেজ মালিক মোঃ সেন্টু মিয়া এবং রিকশা মিন্ত্রী মোঃ মাসুদকে গ্রেফতার করা হয়। পরে তাদেরকে আদালতের মাধ্যমে ৩দিনের রিমান্ডে আনা হয়। গ্রেফতারকৃতরা তাকে জানিয়েছেন রাজিব ও মনির এই দুইজনে তাদের কাছে রিকশাটি বিক্রি করে দিয়েছে। এই দুই রিকশা ছিনতাইকারী কেরানীগঞ্জেও একসময় নিকশা চালাত। তাদের সঠিক পরিচয় এখনো জানা যাচ্ছে না। তবে তাদেরকে যত শীঘ্রই গ্রেফতার করার প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহন করা হবে। নিহত জাকির হোসেন দুই সন্তানের জনক ছিলেন। সে কামরাঙ্গীরচরের রসুলপুরে ভাড়া থাকতেন।

 



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: গ্রেফতার


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ