পটুয়াখালীর যুবক ক্বারী সাইয়্যেদ মুসতানজিদ বিল্লাহ রব্বানীর কোরআন তেলাওয়াতে মুগ্ধ যুক্তরাষ্ট্রবাসী
ইসলামি সভ্যতা ও সংস্কৃতি বিকাশে বাংলাদেশের অবদান অনস্বীকার্য। এদেশে ইসলামি সংস্কৃতি চর্চার ইতিহাস অনেক প্রাচীন।
ভারত থেকে বাংলাভাষীদের বাংলাদেশে ঠেলে পাঠানো বন্ধ হয়নি। প্রতিদিনই বিভিন্ন সীমান্তপথে কমবেশি পুশ ইন হচ্ছে। গতকালও ঝিনাইদহের মহেশপুরের জলুলী এবং পলিয়ানপুর সীমান্ত দিয়ে বিএসএফ ৯ জনকে ঠেলে পাঠিয়েছে। বিজিবি তাদের আটক করে মহেশপুর থানায় হস্তান্তর করেছে।
বেনাপোল সীমান্তপথে নতুন করে বিএসএফ কাউকে পুশ ইন করেনি বলে বেনাপোল পোর্ট থানার অফিসার ইনচার্জ মো. মামুন খান জানান। ৪৯ বিজিবি’র কমান্ডিং অফিসার লে. কর্নেল সেলিম রেজা দৈনিক ইনকিলাবকে জানান, আমরা সতর্ক আছি। সকল বিওপিকে নির্দেশ দেওয়া হয়েছে বিএসএফ কোন ব্যক্তিকে যাতে পুশ ইন করতে না পারে তার জন্য সতর্ক দৃষ্টি রাখতে। তাছাড়া সীমান্তে স্পেশাল অপারেশনের জন্য বিজিবিকে প্রস্তুত রাখা হয়েছে। সাতক্ষীরা, বেনাপোল, মহেশপুর, জীবননগর সীমান্তের ওপারে বেশকিছু বাংলাভাষীকে পুশ ইনের জন্য জড়ো রাখা হয়েছে বলে ওপারের একাধিক সূত্রে জানা গেছে।
আমাদের ঝিনাইদহ জেলা সংবাদদাতা জানান, ঝিনাইদহের মহেশপুর সীমান্ত দিয়ে ভারত থেকে অবৈধভাবে বাংলাদেশে প্রবেশকালে আরো ৯ জন বাংলাভাষী মুসলিমকে আটক করেছে বিজিবি। গতকাল মঙ্গলবার ভোর রাতে উপজেলার জলুলী ও পলিয়ানপুর বিওপির মাঠপাড়া সীমান্ত থেকে তাদের আটক করা হয়।
খালিশপুর ৫৮ ব্যাটালিয়ানের পরিচালক লে. কর্নেল কামরুল আহসান জানান, ভোররাতে জলুলী ও পলিয়ানপুর বিওপির মাঠপাড়া সীমান্ত দিয়ে ভারতে থেকে অবৈধভাবে বাংলাদেশে প্রবেশের সময় ৯ জনকে আটক করা হয়। আটককৃতদের মধ্যে ৪ জন পুরুষ, ৩ জন নারী ও ২ জন শিশু রয়েছে। তাদেরকে মহেশপুর থানায় সোপর্দ করা হয়েছে। তারা অভিযোগ করে বলছেন, ভারতীয় সরকারি একটি বাহিনী তাদের বিভিন্ন জায়গা থেকে আটক করে সীমান্তে পৌছে দিচ্ছে। এই নিয়ে ৫৮ ব্যাটালিয়নের আওতায় ঝিনাইদহ সীমান্তে অবৈধ প্রবেশের সময় মোট ২’শ ৩৮ জনকে আটক করলো বিজিবি।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।