Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

গৌরীপুরে বিদ্যুৎস্পৃষ্টে বাবা-মেয়ের মর্মান্তিক মৃত্যু

ময়মনসিংহ ব্যুরো | প্রকাশের সময় : ২৬ নভেম্বর, ২০১৯, ৫:০৫ পিএম

ময়মনসিংহের গৌরীপুরে জমিতে সেচ দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে বাবা ও শিশু কন্যার মর্মান্তিক মৃত্যু হয়েছে। মঙ্গলবার (২৬ নভেম্বর) সকাল সাড়ে ৮টার দিকে উপজেলার সহনাটি ইউনিয়নের ধোপাজাঙ্গালিয়া গ্রামে এ ঘটনা ঘটে। এ ঘটনায় নিহতের পরিবার ও স্বজনসহ উপজেলাজুড়ে শোকের মাতম বইছে।
নিহতরা হলেন- ধোপাজাঙ্গালিয়া গ্রামের কৃষক আসাদুল ইসলাম (৩২) ও তার মেয়ে জান্নাতুল অমি (৩)।
স্থানীয়রা জানান, কৃষক আসাদুল ইসলাম তার তিন বছরের শিশু কন্যা জান্নাতুল অমিকে কোলে নিয়ে জমিতে সেচের মাধ্যমে পানি দিতে যান। এ সময় পুকুরের পাড়ে সেচ যন্ত্রের বৈদ্যুতিক সুইচ চাপতে গেলে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ঘটনাস্থলেই মারা যান আসাদুল। গুরুতর আহত অবস্থায় মেয়ে অমিকে উদ্ধার করে গৌরীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
খবরের সত্যতা নিশ্চিত করেছেন গৌরীপুর থানা ওসি কামরুল ইসলাম মিয়া। তিনি জানান, লাশ উদ্ধারের জন্য ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। তবে এ ঘটনায় এখনো কোন মামলা দায়ের হইনি।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: বিদ্যুৎস্পৃষ্ট


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ