Inqilab Logo

রোববার, ০৭ জুলাই ২০২৪, ২৩ আষাঢ় ১৪৩১, ৩০ যিলহজ ১৪৪৫ হিজরী

খুলনায় শাহিন হত্যা মামলায় একজনের যাবজ্জীবন

খুলনা ব্যুরো | প্রকাশের সময় : ২৬ নভেম্বর, ২০১৯, ৩:৩৯ পিএম | আপডেট : ৩:৪১ পিএম, ২৬ নভেম্বর, ২০১৯

খুলনার ডুমুরিয়া উপজেলায় শাহিন বন্দ হত্যা মামলায় আসলাম সানা ওরফে জলিল সানা নামে এক আসামিকে যাবজ্জীবন কারাদ- দিয়েছেন আদালত। একই সঙ্গে তাকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়।
মঙ্গলবার দুপুরে খুলনা জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মশিউর রহমান চৌধুরী এ রায় ঘোষণা করেন।
মামলার বিবরণে জানা যায়, উপজেলার বিলপাবলা এলাকায় শাহিন বন্দের মাছের ঘেরে কাজ করতেন জলিল সানা। কাজের সূত্রে একদিন তাদের মধ্যে টাকা নিয়ে বাকবিত-া হয়। ঝগড়ার একপর্যায়ে শাহিন জলিলকে কয়েকটি থাপ্পড় মারেন। এরই প্রতিক্রিয়ায় ২০১১ সালের ৬ জুন রাতে ত্রিশুল দিয়ে ঘুমন্ত শাহিনের বুকে আঘাত করেন জলিল। পাশে শুয়ে থাকা রুহুল আমিন এ সময় জেগে ওঠেন। পরে রুহুলের চিৎকারে লোকজন ছুটে গিয়ে শাহিনকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়। সেখানেই শাহিনের মৃত্যু হয়।
পরবর্তীতে ওই বছরের ১৬ নভেম্বর ডুমুরিয়া থানার তৎকালীন পরির্দশক তদন্ত শেষে আদালতে অভিযোগপত্র দাখিল করেন। স্বাক্ষ্য-প্রমাণ শেষে আজ বিচারক ওই মামলার রায় ঘোষণা করেন।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: যাবজ্জীবন কারাদণ্ড


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ