Inqilab Logo

রোববার ১৭ নভেম্বর ২০২৪, ০২ অগ্রহায়ণ ১৪৩১, ১৪ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

ভারতে মুসলিম পুলিশদের দাড়ি রাখতে নিষেধাজ্ঞা জারির পরদিনই প্রত্যাহার

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ২৪ নভেম্বর, ২০১৯, ২:৪১ পিএম

ভারতের রাজস্থানের আলওয়ার জেলায় পুলিশ বাহিনীর ৯ জন মুসলিম সদস্যকে দাড়ি কেটে ফেলার নির্দেশ দেয় পুলিশ প্রশাসন। এই ঘটনায় ব্যাপক আলোচনা সমালোচনার জেরে এর একদিন পরে সেই নির্দেশ প্রত্যাহার করা হয়।

গত বৃহস্পতিবার পুলিশ কর্তৃপক্ষের সেই আদেশে বলা হয়েছে, নয়জন পুলিশ সদস্যকে তাদের দাড়ি কাটতে বলা হয় যাতে তাদের “নিরপেক্ষ” মনে হয়।
এমন সংবাদ ছড়িয়ে পরার পর বিভিন্ন স্থানে এর প্রতিক্রিয়া শুরু হলে আদেশ প্রদানের একদিন পর শুক্রবার আলওয়ারের পুলিশ সুপার অনিল প্যারিস দেশমুখ এ আদেশ প্রত্যাহার করে নেন।
পুলিশ জানিয়েছে, এর আগে ৩২ জন মুসলিম পুলিশকে দাড়ি রাখার অনুমতি দিয়েছিল। বৃহস্পতিবারের আদেশে তাদের ভেতর থেকে নয়জনের জন্য এই অনুমতি প্রত্যাহার করেছে। তবে বাকী ২৩ পুলিশ সদস্যকে দাড়ি রাখার অনুমতি দেয়া হয়েছিল।
এসপি দেশমুখ সাংবাদিকদের বলেছিলেন, পুলিশ সদস্যদের কেবল নিরপেক্ষভাবে কাজ করা উচিত নয়, তাদের দেখলেও যেন নিরপেক্ষ মনে হয়।
এ বিষয়ে পুলিশ সুপার অনিল প্যারিস জানান, রাজ্য সরকারের একটি বিধান রয়েছে যেখানে পুলিশ প্রধান দাড়ি রাখার অনুমতি দিতে পারেন। এই বিধানের আওতায় ৩২ পুলিশ সদস্যকে অনুমতি দেওয়া হয়েছিল। আবার পরে নয় জন পুলিশ সদস্যের অনুমতি বাতিল করা হয়েছে। শুক্রবার এই আদেশ প্রত্যাহার করা হয়।
এসময়, পুলিশ সুপার দেশমুখ বলেছিলেন, এটি প্রশাসনিক আদেশ ছিল যা পুলিশ সদস্যদের মানসিকভাবে দ্ব›েদ্ব ফেলে দিয়েছিল। যার ফলে তা প্রত্যাহার করা হয়েছে। হিন্দুস্থান টাইমস।

 



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: দাড়ি


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ