বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
ঝালকাঠি ০১ (রাজাপুর-কাঁঠালিয়া) আসনের সংসদ সদস্য ও রাজাপুর উপজেলা আওয়ামীলীগের সভাপতি বজলুল হক হারুন বলেছেন, বর্তমান সরকার জনগণের কল্যাণে উন্নয়ন কাজ করে যাচ্ছে । প্রধানমন্ত্রী জননেত্রী দেশরত্ন শেখ হাসিনা দেশকে উন্নত দেশে পরিণত করেছেন,বিশ্বের দরবারে বাংলাদেশকে উন্নয়নের রোল মডেলে পরিণত করতে সক্ষম হয়েছে। সেখানে বিএনপির মওদুদ সাহেবের বক্তব্যের জের ধরে বলেন- জামাত বিএনপি তারা নির্বাচনে ব্যর্থ হয়েছে ও তাই তারা গুজবে মাঠে নামছে।তিনি গতকাল শনিবার বিকালে ঝালকাঠি জেলার রাজাপুর উপজেলা বাংলাদেশ আওয়ামীলীগ রাজাপুর উপজেলা শাখা কর্তৃক রাজাপুর উপজেলার ৬ টি ইউনিয়ন ও ৫৪টি ওয়ার্ড আওয়ামীলীগের নবনির্বাচিত নেতাকর্মীদের পরিচিতি ও আলোচনা সভায় বাংলাদেশ আওয়ামীলীগ রাজাপুর উপজেলা শাখা কার্যালয় চত্বরে আয়োজিত হাজার হাজার জনতার উপস্থিতি সমাবেশে সভাপতির বক্তব্যে তিনি একথা বলেন। সমাবেশে বক্তব্য রাখেন বাংলাদেশ আওয়ামীলীগ রাজাপুর উপজেলা ও ইউনিয়ন শাখা ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ সরকারের উন্নয়ন বিষয়ে মূল্যবান বক্তব্য রাখেন।পরিচিতিও আলোচনা সভায় বাংলাদেশ আওয়ামীলীগ রাজাপুর উপজেলা আওয়ামীলীগের সভাপতি হিসাবে বজলুল হক হারুন এমপি নব নির্বাচিত ৬ টি ইউনিয়নের নব নির্বাচিত কমিটির সভাপতির ও সাধারণ সম্পাদকদের নাম ঘোষণা করেন- ১নং সাতুরিয়া ইউনিয়ের সভাপতি মোঃ সিদ্দিকুর রহমান,সাধারন সম্পাদক মোঃ হুমাউন কবির, ২নং শুক্তাগড় ইউনিয়নের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব মোঃ নুর হোসেন মাস্টার,সাধারন সম্পাদক মোঃ ইদ্রিস আলী হাওলাদার,৩ নং রাজাুর সদর ইউনিয়ন আলহাজ্ব আবদুল মালেক হাওলাদার, ৪ নং গালুয়া ইউনিয়ন সভাপতি গোলাম মাওলা ফেরদৌস,সাধারন সম্পাদক মোঃ অহিদ শরীফ, ৫ নং বড়ইয়া ইউনিয়ন সভাপতি মোঃ তালুকদার জাহিদুল ইসলাম, সাধারন সম্পাদক আলহাজ্ব হাবিবুর রহমান, ও ৬ নং মঠবাড়ি ইউনিয়ন সভাপতি মোঃ মজিবর রহমান ফকির,সাধারন সম্পাদক মোঃ দেলোয়ার হোসেন খলিফা ইউপি (সদস্য)। ঘোষিত নব্য সভাপতি ও সম্পাদকবৃন্দকে ইউনিয়নে গিয়ে ওয়ার্ডের নব নির্বাচিত সভাপতি ও সম্পাদকের নাম ঘোষনার নির্দেশ দেন ।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।