Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

রাজাপুরে ফলদ বৃক্ষ মেলার উদ্বোধন করলেন বজলুল হক হারুন এমপি

রাজাপুর (ঝালকাঠি) উপজেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ১৭ সেপ্টেম্বর, ২০১৮, ৭:৫৫ এএম

“অপ্রতিরোধ্য দেশের অগ্রযাত্রা-ফলের পুষ্টি দেবে নতুন মাত্র”শ্লোগান নিয়ে ঝালকাঠির রাজাপুরে ফলদ বৃক্ষ মেলার উদ্বোধন করা হয়েছে। রোববার সকাল ১০টায় উপজেলা পরিষদ চত্বরে ঝালকাঠি-১ আসনের সংসদ সদস্য আলহাজ্ব বজলুল হক হারুন এমপি প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে ফিতা কেটে ও বেলুন উড়িয়ে এ মেলার উদ্বোধন করেন। এর পূর্বে উপজেলা শহরে র‌্যালী বের করা হয়। র‌্যালীটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন করে উপজেলা পরিষদ চত্বরে শেষ হয়। পরে মেলার ষ্টলগুলো পরিদর্শন করেন। উপজেলা কৃষিসম্পসারন অধিদপ্তরের আয়োজনে ৩দিন ব্যাপী এ বৃক্ষ মেলায় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান অধ্যক্ষ মোঃ মনিরুজ্জামান মনির,নির্বাহী কর্মকর্তা আফরোজা বেগম পারুল,কৃষি কর্মকর্তা মোঃ রিয়াজ উল্লাহ বাহাদুর, ঝালকাঠি জেলা পরিষদ প্যানেল চেয়ারম্যান ফাইজুর রহমান আজাদ আরজু, ইউপি চেয়ারম্যান মজিবুল হক কামাল,ইউপি চেয়ারম্যান মোস্তফা কামাল সিকদার,বীর মুক্তিযোদ্ধা নুরুল ইসলাম খলিফা,যুবলীগ সভাপতি আসলাম হোসেন মৃধা,সাধারন সম্পাদক মোঃ ফকরুল ইসলাম খান,আবদুল মালেক হাওলাদার, উপজেলা প্রশাসনের কর্মকর্তাবৃন্দ ও স্থানীয় সূধীজনরা।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: বজলুল হক হারুন এমপি


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ