বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
ঢাকার সাভারে একটি ফার্নিচার তৈরির দোকানে অগ্নিকাণ্ডে পুড়ে গেছে কয়েক লক্ষ টাকার কাঠ ও কাঠের তৈরি বিভিন্ন আসবাবপত্র।
শনিবার নামাবাজার কাটপট্টি এলাকায় কাজল দাসের মালিকানাধীন ওই ফার্নিচারের দোকানে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানান, দোকানের ফার্নিচারের চুল্লী থেকে দুর্ঘটনাবশত অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়। এসময় আগুন মুহূর্তের মধ্যে চারদিক ছড়িয়ে পড়লে ফায়ার সার্ভিসে খবর দেওয়া হয়। পরে সাভার ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে প্রায় দেড় ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। এসময় আগুনে বেশ কিছু কাঠের দরজা ও জানালাসহ কয়েক লক্ষ টাকার মূল্যবান আসবাবপত্র পুড়ে যায়।
সাভার ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার লিটন আহমেদ বলেন, অগ্নিকান্ডের খবরে দ্রুত ফায়ার সার্ভিসের দুটি দল ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনা হয়। কিন্তু ফার্ণিচারের দোকানটিতে মজুদ থাকা কাঠ ও কাঠের তৈরি আসবাবপত্রের কারণে আগুন দ্রুত পুরো দোকানে ছড়িয়ে পরে।
তিনি আরো জানান, প্রাথমিক ভাবে অগ্নিকান্ডের কারণ নিশ্চিত হওয়া যায়নি। অগ্নিকান্ডে দোকানে থাকা কাঠ ও কাঠের তৈরি আসবাবপত্র পুড়ে গেছে ।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।