মাত্র ৪৮ ঘণ্টায় দেউলিয়া হলো যুক্তরাষ্ট্রের ২য় বৃহত্তম ব্যাংক
চলতি সপ্তাহের বুধবারও আর দশটি সাধারণ ব্যাংকের মতো বাণিজ্যিক ও আর্থিক লেনদেন সম্পন্ন করেছে যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালি ব্যাংক (এসভিপি), যা দেশটির দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যিক ব্যাংক
ইসরায়েলের অ্যাটর্নি জেনারেল বৃহস্পতিবার প্রধানমন্ত্রী নেতানিয়াহুর বিরুদ্ধে দুর্নীতির তিনটি অভিযোগ এনেছেন৷ অভিযোগ উড়িয়ে দিলেও তার উপর চাপ বাড়ছে৷ রাজনৈতিক অনিশ্চয়তা কাটাতে প্রেসিডেন্ট সক্রিয় হচ্ছেন৷
অনেক বাধাবিপত্তি কাটিয়ে ইসরায়েলের ক্ষমতাকেন্দ্রের শীর্ষে সবচেয়ে দীর্ঘ সময় কাটানোর রেকর্ড ভেঙেছেন বেনইয়ামিন নেতানিয়াহু৷ ২০০৯ সাল থেকে একটানা প্রধানমন্ত্রী রয়েছেন তিনি৷ এর আগে গত শতাব্দীর নব্বইয়ের দশকেও তিনি ক্ষমতায় ছিলেন৷ তাকে ছাড়া ইসরায়েলের রাজনীতির কথা অনেকেই ভাবতে পারেন না৷ কিন্তু ইদানীং তার সময়টা ভালো যাচ্ছে না৷ এক বছরের মধ্যে দু-দুটি সাধারণ নির্বাচনের পরেও তিনি সরকার গড়ার জন্য প্রয়োজনীয় সংখ্যাগরিষ্ঠতা অর্জন করতে পারেননি৷ ফলে রাজনৈতিক অচলাবস্থা কাটাতে তৃতীয় নির্বাচনের সম্ভাবনা আরো উজ্জ্বল হয়ে উঠছে৷ এবার ইসরায়েলের অ্যাটর্নি জেনারেল আভিখাই মান্ডেলব্লিট তার বিরুদ্ধে ঘুস, প্রতারণা ও আস্থাভঙ্গের আইনি অভিযোগ আনলেন৷ উল্লেখ্য, এর আগে ইসরায়েলের কোনো ক্ষমতাসীন প্রধানমন্ত্রীর বিরুদ্ধে আইনি পদক্ষেপ নেওয়া হয়নি৷ নেতানিয়াহু প্রধানমন্ত্রীর পদ আঁকড়ে ধরে রাখতে এবং সংসদের কাছে আইনি রক্ষাকবচ আদায় করতে না পারলে সহজে কারাদণ্ড এড়াতে পারবেন না বলে ধারণা করা হচ্ছে৷ তবে গুরুতর দুর্নীতির অভিযোগ সত্ত্বেও এই মুহূর্তে কোনো আইনি পথে তাকে পদত্যাগ করতে বাধ্য করা যাবে না৷
বৃহস্পতিবার আনা এমন মারাত্মক অভিযোগের মুখেও দমে যাবার বদলে আরও আগ্রাসী মনোভাব দেখালেন ইসরায়েলের প্রধানমন্ত্রী৷ তার অভিযোগ, জেনেশুনে, চক্রান্ত করে সপরিবারে তাকে ফাঁসানোর চেষ্টা চলছে এবং মোক্ষম সময় বেছে তার বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ আনা হয়েছে৷ তিনি এই পদক্ষেপকে এমনকি ‘অভ্যুত্থানের প্রচেষ্টা’ হিসেবেও বর্ণনা করলেন৷ আবেগভরা এক টেলিভিশন ভাষণে পদত্যাগের সম্ভাবনাও উড়িয়ে দিয়েছেন নেতানিয়াহু৷
আপাতত ইসরায়েলের রাজনৈতিক সংকট কাটাতে সংসদ দলমতনির্বিশেষে প্রধানমন্ত্রী পদের জন্য কোনো নাম প্রস্তাব করতে পারে৷ বৃহস্পতিবার ইসরায়েলের প্রেসিডেন্ট রুভেন রিভলিন সংসদের উদ্দেশ্যে এমন পদক্ষেপ নেবার ডাক দেন৷ প্রয়োজনীয় সংখ্যাগরিষ্ঠতা পেলে সেই ব্যক্তি সরকারের রাশ ধরতে পারেন৷ সেই প্রচেষ্টা ব্যর্থ হলে আবার সাধারণ নির্বাচনের আয়োজন করতে হবে৷ ততদিনে আইনি প্রক্রিয়ার ফলে জেরবার না হলেও নেতানিয়াহুর রাজনৈতিক প্রতিপক্ষরা তার বিরুদ্ধে আনা অভিযোগকে নির্বাচনি প্রচারে হাতিয়ার করবে৷ সে ক্ষেত্রে তার লিকুদ দলও কতটা সংহতি দেখাবে, সে বিষয়ে সংশয় রয়েছে৷
মধ্যপ্রাচ্যের একমাত্র কার্যকর গণতন্ত্র হওয়া সত্ত্বেও ইসরায়েলের সাম্প্রতিক রাজনৈতিক অস্থিরতা দেশে-বিদেশে দুশ্চিন্তার কারণ হয়ে দাঁড়িয়েছে৷ বিশেষ করে প্রধানমন্ত্রী হিসেবে নেতানিয়াহু যেভাবে দেশের গণতান্ত্রিক প্রতিষ্ঠানগুলির সঙ্গে বিবাদে জড়িয়ে পড়ছেন এবং কর্তৃপক্ষের বিশ্বাসযোগ্যতা নিয়ে প্রশ্ন তুলছেন, তার বিরুদ্ধে সমালোচনার ঝড় উঠছে৷
নেতানিয়াহুর বর্তমান দুর্দশার কারণে আন্তর্জাতিক মঞ্চেও নানা জটিলতা দেখা দিতে পারে৷ বুধবারও ইসরায়েলি বিমানবাহিনী সিরিয়ায় ইরানের স্থাপনার উপর হামলা চালিয়েছে৷ মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প মধ্যপ্রাচ্য শান্তি প্রক্রিয়া পুনরুজ্জীবিত করার যে চেষ্টা চালাচ্ছেন, এমন ঘনিষ্ঠ সহযোগী ছাড়া সেই উদ্যোগ সমস্যার মুখে পড়তে পারে৷ ইহুদি বসতিকে বৈধতা দিয়ে ট্রাম্প নেতানিয়াহুর অবস্থান মজবুত করার চেষ্টা করা সত্ত্বেও শেষরক্ষা হবে কিনা, তার কোনো নিশ্চয়তা নেই৷ সূত্র: ডয়চে ভেলে।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।