মাত্র ৪৮ ঘণ্টায় দেউলিয়া হলো যুক্তরাষ্ট্রের ২য় বৃহত্তম ব্যাংক
চলতি সপ্তাহের বুধবারও আর দশটি সাধারণ ব্যাংকের মতো বাণিজ্যিক ও আর্থিক লেনদেন সম্পন্ন করেছে যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালি ব্যাংক (এসভিপি), যা দেশটির দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যিক ব্যাংক
কাশ্মীরী ও শিখ বিচ্ছিন্নতাবাদীদের কার্যকলাপের নানা খবর ২০১৫ সাল থেকেই ভারতীয় গোয়েন্দা সংস্থা রিসার্চ অ্যান্ড ইন্টেলিজেন্স উইং বা ‘র’-এর হাতে তুলে দিচ্ছিলেন জার্মানিতে থাকা ৫০ বছর বয়সি মনমোহন৷ এই কাজে ২০১৭ সাল থেকে তার স্ত্রী কানওয়ালজিতও তাকে সাহায্য করতে শুরু করেন৷ ওই ভারতীয় দম্পতির বিরুদ্ধে অভিযোগ, ভারতীয় গোয়েন্দা সংস্থা ‘র’-এর হয়ে কাজ করছিলেন তারা৷ জার্মানির ফ্রাঙ্কফুর্টে শুরু হয়েছে তাদের বিচার প্রক্রিয়া৷
গুপ্তচরবৃত্তির জন্য ‘র’ তাদেরকে মোট ৭ হাজার দুইশ’ ইউরো (বাংলাদেশি মুদ্রায় প্রায় ৬ লাখ ৭৫ হাজার টাকা) দিয়েছে বলে জানা গেছে৷ এই দুই বিচ্ছিন্নতাবাদী গোষ্ঠীর বিষয়ে খবর তারা নিয়মিত ফ্রাঙ্কফুর্টের ভারতীয় দূতাবাসে কর্মরত ‘র’ কর্তাদের হাতে তুলে দিতেন বলে অভিযোগ৷ বৃহস্পতিবার জার্মানির ফ্রাঙ্কফুর্টের আদালতে শুরু হয়েছে বিচার প্রক্রিয়া৷ জার্মানিতে বিদেশি গোয়েন্দা সংস্থার হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগ আনা হয়েছে তাদের বিরুদ্ধে৷ মামলার রায় হবে ১২ ডিসেম্বর৷ দোষী প্রমাণিত হলে দশ বছর পর্যন্ত কারাবাসের শাস্তি হতে পারে ভারতীয় দম্পতির৷ সূত্র: ডয়চে ভেলে।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।