Inqilab Logo

রোববার ২৪ নভেম্বর ২০২৪, ০৯ অগ্রহায়ণ ১৪৩১, ২১ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

তুর্কি সেনাপ্রধানের পাকিস্তান নৌবাহিনী দফতর পরিদর্শন

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ২১ নভেম্বর, ২০১৯, ১২:০০ এএম

তুরস্কের চিফ অব দ্য জেনারেল স্টাফ জেনারেল ইয়াসার গুলের মঙ্গলবার পাকিস্তান নৌবাহিনীর সদরদফতর পরিদর্শন করেছেন। সেখানে তিনি ভারপ্রাপ্ত নৌহিনী প্রধান ভাইস এডমিরাল ফায়াজ গিলানির সঙ্গে সাক্ষাত করেন। পাকিস্তান নৌবাহিনীর এক বিবৃতিতে বলা হয়, গুলের ও গিলানি আঞ্চলিক নিরাপত্তা ও স্থিতিশীলতা এবং দ্বিপাক্ষিক প্রতিরক্ষা সহযোগিতাসহ পারস্পরিক স্বার্থ সংশ্লিষ্ট পেশাগত বিষয় নিয়ে আলোচনা করেন। সদরদফতরে পৌছলে গুলেরকে গার্ড অব অনার দেয়া হয়। তিনি শহীদ স্মৃতিতে পুষ্পস্তবক অর্পন করেন। বিবৃতি বলা হয়, এই অঞ্চলে সামুদ্রিক নিরাপত্তা নিশ্চিত করতে পাকিস্তান নৌবাহিনীর প্রচেষ্টাগুলো সম্পর্কে গুলেরকে অবহিত করেন গিলানি। তুর্কী কমান্ডার এর প্রশংসা করেন। তারা দুই দেশের সামরিক বাহিনীর মধ্যে বিভিন্ন ক্ষেত্রে সহযোগিতা আরো জোরদার করার বিষয়ে একমত হন। গত ৫ আগস্ট ভারত অধিকৃত কাশ্মীরের বিশেষ মর্যাদা বাতিলের পর সেখানকার মানবাধিকার পরিস্থিতি সম্পর্কে গুলেরকে অবহিত করেন গুলেন। এই মানবিক ইস্যুতে ইসলামাবাদকে সমর্থন জানানোর জন্য তিনি আঙ্কারাকে ধন্যবাদ দেন। সাম্প্রতিক বছরগুলোতে তুরস্ক ও পাকিস্তানের মধ্যে প্রতিরক্ষা ও নিরাপত্তা সহযোগিতা বৃদ্ধি পেয়েছে। গত বছর অক্টোবরে পাকিস্তানের নৌবাহিনীতে ১৭,০০০ টনি ফ্লিট ট্যাঙ্কার যুক্ত হয় যা তুরস্কের সহায়তায় করাচি শিপইয়ার্ডে তৈরি। এছাড়া পাকিস্তানকে চারটি করভেট সরবরাহের জন্যও দুই দেশের মধ্যে চুক্তি হয়েছে। এসএএম।

 



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: তুর্কি সেনাপ্রধান
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ