Inqilab Logo

শক্রবার ০৯ নভেম্বর ২০২৪, ২৪ কার্তিক ১৪৩১, ০৬ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

সখিপুরে এক হাজার টাকার ৪টি জাল টাকাসহ গরু ব্যবসায়ী গ্রেফতার

সখিপুর (টাঙ্গাইল) উপজেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ১৭ নভেম্বর, ২০১৯, ৯:৩৬ পিএম

টাঙ্গাইলের সখিপুরে জাল টাকাসহ হুরমুজ খান (৩৫) নামের এক গরুর ব্যবসায়ীকে পুলিশ গ্রেফতার করেছে। রোববার বেলা তিনটায় সখিপুর পৌরসভার ৬ নম্বর ওয়ার্ডের উখাইরাচালা আবু সাঈদের বাড়ির পাশ থেকে তাঁকে গ্রেফতার করা হয়। এ সময় তাঁর দেহ তল্লাশি করে পুলিশ চারটি এক হাজার টাকার জাল নোট উদ্ধার করে। এ ঘটনায় সখিপুর থানার উপ-পরিদর্শক (এসআই) আসাদুজ্জামান বাদী হয়ে একটি মামলা দায়ের করেন। গ্রেফতার হওয়া হুরমুজ খান সখিপুর পৌরসভার ৯ নম্বর ওয়ার্ডের প্রতিমা বংকী গ্রামের মৃত বিরম খানের ছেলে। সখিপুর থানার এসআই আসাদুজ্জামান জানান, গরুর ব্যবসায়ী হুরমুজ খানের কাছে বেশ কিছু জাল নোট আছে- এ ধরনের একটি গোপন সংবাদ পেয়ে তাঁকে গ্রেফতার করা হয়। এ সময় তাঁর দেহ তল্লাশি করে চারটি এক হাজার টাকার নোট পাওয়া যায়। পুলিশের কাছে গ্রেফতার হওয়ার পর থানা হাজতে রোববার বেলা সাড়ে তিনটায় হুরমুজ খান বলেন, দুইদিন আগে সে ঢাকার একটি হাটে গরু বিক্রি করে। ওই হাটের ক্রেতা (অপরিচিত) তাঁকে এক হাজার নোটের এক লাখ টাকার একটি বান্ডেল দেয়। বাড়িতে এনে দেখতে পায় ওই বান্ডেলে চারটি নোট জাল। ওই চারটি নোট তাঁর কাছে কীভাবে এল এ বিষয়টি পরিচিত কয়েকজনকে সে জানায়। তাঁর ধারনা ওদের যে কেউ পুলিশকে ভুল তথ্য দিয়ে ধরিয়ে দেয়। হুরমুজ খান নিজেকে জাল টাকার ব্যবসায়ী নয় বলে দাবি করে। সখিপুর থানার পরিদর্শক (ওসি তদন্ত) এএইচ এম লুৎফুল কবির বলেন, এ ঘটনায় মামলা হয়েছে। সোমবার সকালে আসামিকে টাঙ্গাইল আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হবে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: গ্রেফতার


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ