Inqilab Logo

শক্রবার ০৯ নভেম্বর ২০২৪, ২৪ কার্তিক ১৪৩১, ০৬ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

ফুটপাথ দখলমুক্তি চাই

| প্রকাশের সময় : ১৮ নভেম্বর, ২০১৯, ১২:০৩ এএম

সেদিন ঢাকার পলল্গবী এলাকায় গিয়ে দেখি, লাইন ধরে পুরো ফুটপাত দখল; শুধু তাই নয়, রাস্তাও দখল নিয়েছে নানা রকম ফল ব্যবসায়ীরা। ফুটপাত ও রাস্তা দখলকারী এক ব্যবসায়ীকে জিজ্ঞেস করলাম, ফুটপাত পুরোটা দখল করলেন কেন? ফুটপাত তৈরি হয়েছে জনগণ বা নাগরিকদের হেঁটে চলাচল করার জন্য। এর উত্তরে ফুটপাত ও রাস্তা দখলকারী হকার বলল, দখল নিয়েছি টাকা দিয়ে আর মাসে মাসে তো ভাড়া দিচ্ছি। তাহলে দখল নিয়েছি- এ আপত্তিকর কথা বলছেন কেন? আমি বললাম, ফুটপাত ও রাস্তা কার কাছ থেকে বুঝে দখল নিয়েছেন, সে ব্যক্তিটির নাম বলুন? এর উত্তরে মাথায় টুপি দেওয়া সেই ফুটপাত দখলকারী জানাল, কার কাছ থেকে পজিশন নিয়েছি, অত কিছু জানতে চাইয়েন না-আপনারে একবার দেখিয়ে দিলে সে আপনার হাত-পা ভেঙে দেবে। দখলকারী হকারের কথাগুলো শুনে মনে হলো, সেও একজন সন্ত্রাসী অর্থাৎ সন্ত্রাসী হকার। সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে অনুরোধ, এবার ফুটপাত ও রাস্তা দখলকারী সন্ত্রাসী হকার ও এদের মদদদাতাদের বিরুদ্ধে সাঁড়াশি অভিযান শুরু করুন। নাগরিকদের ফুটপাত ও রাস্তার দুই পাশ জনগণের হেঁটে চলাচলের অধিকার ফিরিয়ে দিন। মাদকের বিরুদ্ধে যে রকম অভিযান চলছে, সে রকম অভিযান চাই রাস্তা ও ফুটপাত দখলকারী হকারদের বিরুদ্ধে।

লিয়াকত হোসেন খোকন
ঢাকা



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন