Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

ময়মনসিংহে পেয়াঁজের হাটে পুলিশের অভিযান, মূহর্তেই দাম কমল ৫০ টাকা

ময়মনসিংহ ব্যুরো | প্রকাশের সময় : ১৭ নভেম্বর, ২০১৯, ৫:৪৩ পিএম

ময়মনসিংহের পুলিশ সুপার মো: শাহ অবিদ হোসেনের নেতৃত্বে নগরীর পেয়াঁজ হাটে অভিযান চালিয়েছে পুলিশ।
এ খবরে বাজারে তোলপাড় সৃষ্টি হলে মূহর্তেই দাম কমে গেল কেজি প্রতি ৫০ টাকা।
রোববার (১৭ নভেম্বর) দুপুর সাড়ে ১২টার দিকে হঠাৎ নগরের মেছুয়া বাজার এলাকার পেঁয়াজের আড়ত ও খুচরা বাজারে অভিযান চালান জেলা পুলিশ সুপার শাহ আবিদ হোসেন। এ সময় কেজি প্রতি পেয়াঁজ ২২০ থেকে ২৩০ টাকা কেজি বিক্রি করা হলেও মূর্ততেই কেজি প্রতি ৫০ টাকা কমিয়ে ১৭০ থেকে ১৮০ টাকায় পেঁয়াজ বিক্রি শুরু করে দেয় ব্যবসায়ীরা। এ সময় পাইকারি ও খুচরা বিক্রেতাদের পেঁয়াজ ক্রয়-বিক্রয়ের তথ্য উপাত্ত সংগ্রহ করেন জেলা পুলিশের সদস্যরা।
অভিযানকালে পুলিশ সুপার শাহ আবিদ হোসেন সাংবাদিকদের বলেন, ‘সতর্ক ও সচেতনতা তৈরি করতেই আমরা অভিযান চালাচ্ছি। শুধু জেলা শহরে নয়, এমন অভিযান চলবে উপজেলা ও গ্রাম পর্যায়ের হাটবাজারগুলোতেও।
অভিযানে জেলা পুলিশের বিশেষ শাখার ওসি মোখলেছুর রহমান, কোতোয়ালি মডেল থানার ওসি মাহমুদুল ইসলাম, জেলা গোয়েন্দা পুলিশের ওসি শাহ কামাল আকন্দ প্রমুখ উপস্থিত ছিলেন।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: পেঁয়াজের দাম


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ