Inqilab Logo

বৃহস্পতিবার ১৪ নভেম্বর ২০২৪, ২৯ কার্তিক ১৪৩১, ১১ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

গ্যাসের চুলা জ্বালাতে গিয়ে বিস্ফোরণের ঘটনা ঘটে

চট্টগ্রাম ব্যুরো | প্রকাশের সময় : ১৭ নভেম্বর, ২০১৯, ১২:৪৭ পিএম

‘বিস্ফোরণে আহতদের মধ্যে ওই ঘরের গৃহিণী অর্পিতা দাসের সঙ্গে আমার কথা হয়েছে। তিনি জানিয়েছেন, তার পরিবারে সদস্য সংখ্যা তিনজন। দুর্ঘটনার সময় বাকি দুজন বাইরে ছিলেন। সকাল ৯টার দিকে গ্যাসের চুলা জ্বালাতে গিয়ে বিস্ফোরণের ঘটনা ঘটে।’- চট্টগ্রাম নগর পুলিশ কর্মকর্তা শাহ্ মোহাম্মদ আব্দুর রউফ এসব কথঞা বলেছেন।

আব্দুর রউফ বলেন, ‘মূলত বিস্ফোরণের কারণে দেয়াল ধসের ঘটনা ঘটেছে। একটি বহুতল ভবনের নিচে থাকা বেশ কয়েকটি দোকানের কর্মচারী ও পথচারী আহত হন। এখানে বিস্ফোরণে দগ্ধ হওয়ার চাইতে দেয়াল চাপায় বেশি হতাহতের ঘটনা ঘটেছে।’

এদিকে চট্টগ্রামের সিটি মেয়র আ জ ম নাছির উদ্দিন বলেছেন, ‘বিস্ফোরণে আহতদের সর্বোচ্চ সেবা দেয়ার নির্দেশ দেয়া হয়েছে। এছাড়া ঘটনা তদন্তে সব সেবা সংস্থার সদস্যদের নিয়ে তদন্ত কমিটি গঠন করা হবে।’

সিটি মেয়র বলেন, ‘আমরা জানতে পেরেছি, সকালে গ্যাসের চুলায় রান্নার সময় বিস্ফোরণের ঘটনা ঘটে। বিস্ফোরণে পাশের একটি দেয়াল ধসে পথচারীদের ওপর পড়ে। এ সময় রাস্তায় এক নারী তার সন্তানকে নিয়ে যাচ্ছিলেন, এতে তারাও হতাহত হন। এছাড়া অনেকে দোকান খুলছিলেন, আবার অনেকে দোকানের ভেতরে ছিলেন। তাদের মধ্যে কেউ আহত অথবা নিহত হন।’

রোববার বেলা সাড়ে ১১টার দিকে দুর্ঘটনাস্থলে এসে তিনি এ ঘোষণা দেন।

ফায়ার সার্ভিসের উপ-সহকারী পরিচালক পূর্ণচন্দ্র মুৎসুদ্দি বলেন, ‘পাথরঘাটায় গ্যাস লাইনের রাইজার বিস্ফোরণের ঘটনা ঘটেছে। খবর পেয়ে ফায়ার সার্ভিস ঘটনাস্থল থেকে ১৭ জনকে উদ্ধার করে চমেক হাসপাতালে পাঠিয়েছে। বিস্ফোরণের কারণে একটি দেয়াল ধসে পড়েছে। এ ঘটনায় ৭ জনের মৃত্যু হয়েছে।’

জানা যায় নিহতদের মধ্যে ৪ জন পুরুষ, দুইজন নারী ও এক শিশু রয়েছে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: সিলিন্ডার বিস্ফোরণ


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ