Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

কুড়িগ্রামে গ্রেপ্তার-৩৬ : মামলা-৮

কুড়িগ্রাম সংবাদদাতা | প্রকাশের সময় : ১৬ নভেম্বর, ২০১৯, ১:০১ পিএম

কুড়িগ্রাম পুলিশ শুক্রবার রাতে বিভিন্ন অভিযোগে ৩৬জনকে গ্রেপ্তার এবং ৮টি মামলা দায়ের করেছে।
(১৬ নভেম্বর) শনিবার সকালে এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি জানা গেছে।

জানা যায়, নিয়মিত মামলা ও মাদক বিরোধী অভিযান পরিচালনাকালে শুক্রবার রাতে পুলিশ ওয়ারেন্টভুক্ত আসামী ৯জন, নিয়মিত মামলায় ১২জন এবং পূর্বের মামলায় ১৪জন, ফৌজদারি কার্যবিধি ১৫১ ধারায় ১জনসহ ৩৬জনকে গ্রেপ্তার করে। এছাড়াও মাদক মামলা ৪টি, খুনের মামলা ১টি, জুয়া মামলা ১টি ও অন্যান্য মামলা ২টিসহ মোট ৮টি মামলা দায়ের করা হয়।

এ ব্যাপারে কুড়িগ্রামের পুলিশ সুপার মোহাম্মদ মহিবুল ইসলাম খান জানান, সরকার ঘুষ-দুর্নীতি ও মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স পদ্ধতি গ্রহণ করেছে। তারই প্রেক্ষাপটে অভিযান অব্যাহত থাকবে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: গ্রেফতার


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ