Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

চুক্তি স্বাক্ষরের পরদিনই আবার গাজায় ইসরায়েলের হামলা

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ১৫ নভেম্বর, ২০১৯, ৫:১৯ পিএম

ইসলামিক জিহাদের শীর্ষ নেতা বাহা আবু আল-আত্তা ও তার স্ত্রী-পুত্রকে ইসরায়েলি বাহিনী হত্যা করার পর গাজায় তীব্র উত্তেজনা সৃষ্টির এক পর্যায়ে মিসরের মধ্যস্থতায় অস্ত্র বিরতি চুক্তি হওয়ার একদিন পরই তা ভঙ্গ করে ফিলিস্তিনের গাজা উপত্যকায় বোমা হামলা চালিয়েছে দখলদার ইসরায়েলি বাহিনী। শুক্রবার স্থানীয় সময় ভোরে দক্ষিণ গাজার খান ইউনিস এবং রাফা নগরীতে ফিলিস্তিনি গোষ্ঠি ইসলামিক জিহাদের সামরিক শাখা আল-কুদসে’র বিভিন্ন ঘাটির ওপর এ হামলা চালানো হয়। তবে এখন পর্যন্ত কোনো প্রাণহানীর খবর পাওয়া যায়নি।
ইসরায়েলি বাহিনী এক টুইটবার্তায় ফের হামলা শুরু করার কথা জানিয়েছে। তারা দাবি করেছে যে, তাদের হামলা শুরু করার কয়েক ঘন্টা আগে গাজা থেকে ইসরায়েলে দু’টি রকেট ছোঁড়া হয়েছিলো।
গত মঙ্গলবার ইসলামিক জিহাদের শীর্ষ নেতা বাহা আবু আল-আত্তা ও তার স্ত্রী-পুত্রকে ইসরায়েলি বাহিনী হত্যা করার পর গাজায় তীব্র উত্তেজনা সৃষ্টি ও ইসরায়েলের সঙ্গে পাল্টা-পাল্টি হামলা শুরু হয়।
গত দু’দিনে ইসরায়েলের বিমান ও রকেট হামলায় গাজায় ৩৪ ফিলিস্তিনির মৃত্যু হয়েছে। নিহতদের মধ্যে আটজন শিশু ও তিনজন নারীও রয়েছে। এছাড়া আহত হয়েছে প্রায় দেড়শ জন, যাদের অধিকাংশই নারী ও শিশু। এদিকে গাজা থেকে ছোঁড়া রকেটে ইসরায়েলের কয়েকজন সেনা সদস্য আহত হয়েছে।
দু’দিনের এই ভয়াবহ হামলার পর দু’পক্ষ অস্ত্র বিরতি চুক্তিতে সম্মত হয়। যা বৃহস্পতিবার স্থানীয় সময় ভোর ৫টা থেকে কার্যকর হয়েছিলো। কিন্তু চুক্তির একদিন না যেতেই তা ভঙ্গ করে ফের শুরু হলো হামলা।
সূত্র : আনাদলু এজেন্সি



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: ইসরায়েল


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ