Inqilab Logo

সোমবার, ২৯ এপ্রিল ২০২৪, ১৬ বৈশাখ ১৪৩১, ১৯ শাওয়াল ১৪৪৫ হিজরী

ফরিদপুর থেকে দুই জঙ্গিকে আটক করে নিয়ে গেলো ঢাকা র‌্যাব-২ এর একটি দল

ফরিদপুর জেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ১৫ নভেম্বর, ২০১৯, ৩:৩৮ পিএম

আগামী ১৬ ডিসেম্বর বিজয় দিবসকে লক্ষ্য করে জঙ্গি ছক নিয়ে ঢাকা থেকে ফরিদপুরের শিবরামপুর বাসষ্টান্ডে পলাশ শীলের দোকানের সামনে থেকে গ্রেফাতার হলেন দুই জঙ্গি। শুক্রবার দুপুর ১২টার দিকে তাদেরকে আটক করা হয়।
তাদের পিছন নিয়ে আসা ঢাকা র‌্যাব-২ এর একটি দল দুই জঙ্গিকে আটক করে নিয়ে আবার ঢাকায় চলে যায়। আটককৃতরা হলেন ফরিদপুর সদর উপজেলার কৃষ্ণনগর ইউনিয়নের কৃষ্ণনগর গ্রামের শহিদ বিশ্বাসের পুত্র রাজীব বিশ্বাস(২৫) ও রাজবাড়ী সদর উপজেলার গৌড়িপুর এলাকার আলিম সেকের পুত্র নাইম সেক(২৪)। এসময় তাদের কাছ থেকে জঙ্গি জিহাদি বই, দুটি চাকু ও বোমা তৈরির বই উদ্ধার করা হয়েছে।
র‌্যাব-২ এর এসপি মহিউদ্দিন ফারুকীসহ র‌্যাব সদস্যরা বলেন, ঢাকা থেকে বাসে উঠে দুই জঙ্গি শিবরামপুর বাসষ্টান্ডে এসে নামে। গোপন সংবাদের ভিত্তিতে নজরদারী চালিয়ে তাদের পিছন পিছন আমরাও আসি। পরে তাদেরকে শিবরামপুর বাসষ্টান্ডে পলাশ শীলের দোকানের সামনে থেকে আটক করা হয়। আটক করার সময় তাদের কাছ থেকে জঙ্গি জিহাদি বই, দুটি চাকু ও বোমা তৈরির বই উদ্ধার করা হয়েছে।
তারা বলেন এই দুই জঙ্গি আগামী ১৬ ডিসেম্বর বিজয় দিবসকে লক্ষ্য করে জঙ্গি ছক কষ ছিলেন বলে আটকের সময় তারা জানিয়েছে।
এদিকে ফরিদপুরের শিবরামপুর বাসষ্টান্ড এলাকা থেকে তাদের আটকের কিছুক্ষনের মধ্যে তাদেরকে আবার ঢাকায় র‌্যাব-২ এর কার্যালয়ে নিয়ে যাওয়া হয়েছে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: জঙ্গি


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ