বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
সিলেট থেকে পালিয়ে যাওয়া দুই স্কুল ছাত্রীকে রাজধানীর তেজগাঁও থেকে উদ্ধার করেছে কোতোয়ালি মডেল থানা পুলিশ। সিলেট কোতয়ালী মডেল থানার সহকারী পুলিশ কমিশনার নির্মলেন্দু চক্রবর্তীর তত্ত্বাবধানে মঙ্গলবার রাতে উদ্ধার হওয়া ২ ছাত্রীকে বৃহস্পতিবার তাদের পরিবারের নিকট হস্তান্তর করা হয়।
পুলিশ জানায়- গত ১১ নভেম্বর নগরীর একটি উচ্চ বিদ্যালয়ের ৯ম শ্রেণীর দুই ছাত্রী সকাল ৭ টায় স্কুলে যাওয়ার কথা বলে বাসা থেকে বের হয়। স্কুল ছুটি হওয়ার পরও বাসায় না আসায় সম্ভাব্য সকল স্থানে খোঁজাখুঁজি করেও না পেয়ে উভয় ছাত্রীর অভিভাবক কোতোয়ালি মডেল থানায় এসে সাধারণ ডায়রি করেন। বিষয়টি কোতোয়ালি থানার সহকারী পুলিশ কমিশনার নির্মলেন্দু চক্রবর্তীকে অবহিত করা হলে তিনি নিজেই এর তদন্তে নামেন। পুলিশের দেয়া তথ্য মতে- পালিয়ে যাওয়া ওই দুই ছাত্রীর মধ্যে ১ জন বাসায় ১টি চিঠি লিখে তাতে পারিবারিকভাবে শাসনের বিষয়টি উেেল্লখ করে। এছাড়া তারা ২ জন একসাথে যাচ্ছে এবং কাউকে চিন্তা না করতে লিখে যায়। তাদের ১ জন মোবাইল সাথে নিয়ে গেলেও তা বন্ধ থাকায় কারও সাথে যোগাযোগ করা সম্ভব হয় নি। এরপর ১২ নভেম্বর এক ছাত্রী তার বন্ধুকে ফোন দেয়। সেই বন্ধুকে খোঁজে বের করেন সহকারী পুুলিশ কমিশনার, নির্মলেন্দু চক্রবর্তী।
তার মোবাইল কললিস্ট বের করে জানা যায় ছাত্রীদ্বয় তেজগাঁও থানার তেজতুরী বাজার এলাকায় আছে এবং তারা বাড়িতে আসার জন্য ৫টি শর্ত দেয়। তখন সহকারী পুুলিশ কমিশনার নিজেই উকিল রতন মজুমদার সেজে সব শর্ত পূরণ করার আশ্বাস দেন। এরপর ১২ নভেম্বর রাত ৯ টার দিকে তারা আবারো আত্মগোপন করে। তখন সহকারী পুুলিশ কমিশনার নির্মলেন্দু চক্রবর্তী নতুন ফাঁদ পেতে তাদেরকে বিকাশে টাকা দেওয়ার প্রস্তাব দেন। এ প্রস্তাবে রাজী হয়ে তারা রাত ১০ টার দিকে ১৪ হাজার টাকা বিকাশে পাঠানোর জন্য দাবী করে এবং বিকাশ নাম্বার দেয়। বিকাশ নাম্বার পেয়েই সহকারী পুুলিশ কমিশনার নির্মলেন্দু চক্রবর্তী বিকাশের এজেন্ট এর ঠিকানা সংগ্রহ করেন এবং তাদের টাকা আনতে পাঠান। পূর্ব থেকেই তেজগাঁও থানার পুলিশকে বিকাশ এজেন্টের ঠিকানায় পাঠিয়ে দেওয়া হয়। বিকাশের টাকা আনতে এজেন্টের কাছে যাওয়া মাত্রই ছাত্রী দুইজনকে আটক করে তেজগাঁও থানায় নিয়ে যাওয়া হয়। এরপর রাতেই সহকারী পুুলিশ কমিশনার নির্মলেন্দু চক্রবর্তীর নির্দেশে এসআই (নি.) দেবাশীষ দের নেতৃত্বে পুলিশ তাদেরকে তেজগাঁও থানা থেকে কোতোয়ালি থানায় নিয়ে আসে তাদের অভিভাবকদের কাছে বুঝিয়ে দেয়া হয়।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।