Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

দেশে ফিরছেন মোসাদ্দেক

স্পোর্টস ডেস্ক | প্রকাশের সময় : ১১ নভেম্বর, ২০১৯, ১:০৮ পিএম

তৃতীয় ও শেষ ম্যাচে শুরুতে দুর্দান্ত খেললেও শেষ পর্যন্ত ৩০ রানে হেরেছে বাংলাদেশ। এতে ২-১ ব্যবধানে তিন ম্যাচ টি-টোয়েন্টি সিরিজ জিতেছে ভারত। সিরিজ শেষ, তাই সোমবারই দেশের বিমান ধরছেন এ সংস্করণের স্কোয়াডের খেলোয়াড়রা। সেই তালিকায় রয়েছেন নাঈম, আফিফরা।

টি-টোয়েন্টির পাশাপাশি টেস্ট স্কোয়াডেও আছেন মোসাদ্দেক হোসেন। তবে তাদের সঙ্গে জরুরি ভিত্তিতে দেশে ফিরছেন তিনি। তার টেস্ট খেলার সম্ভাবনা ক্ষীণ।

বিসিবি মিডিয়া ম্যানেজার রাবীদ ইমাম জানান, পারিবারিক কারণে দেশে ফিরছেন মোসাদ্দেক। তিনিসহ মোট ৮ ক্রিকেটার এদিন বেলা ১টায় দিল্লির উদ্দেশে নাগপুর ছাড়ছেন। সেখান থেকে বাংলাদেশে পৌঁছবেন তারা।

ওই আট ক্রিকেটার হলেন মোসাদ্দেক, নাঈম শেখ, আফিফ হোসেন, আরাফাত সানি, আবু হায়দার রনি, শফিউল ইসলাম, সৌম্য সরকার ও আমিনুল ইসলাম।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: সাদ্দেক

১১ নভেম্বর, ২০১৯

আরও
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ