Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

জেলা উপজেলায় বিআরটিসির বাসের বিকল্প নেই মন্ত্রী ইমরান আহমদ

সিলেট ব্যুরো | প্রকাশের সময় : ৯ নভেম্বর, ২০১৯, ৫:৩০ পিএম

প্রধানমন্ত্রী শেখ হাসিনার উন্নয়ন ধারা অব্যাহত রাখার প্রয়াসে অপ্রতিরোধ্য অগ্রযাত্রায় বাংলাদেশ এ স্লোগানকে সামনে রেখে শনিবার বিআরটিসি সিলেট বাস ডিপো ও প্রশিক্ষণ কেন্দ্র আলমপুর এর আয়োজনে সিলেট টু কোম্পানীগঞ্জ, ভোলাগঞ্জ রুটে আম্বারখানাস্থ সরকারি কলোনী মসজিদের সামনে বিআরটিসি বাস এর শুভ উদ্বোধন করেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী ইমরান আহমদ।

উদ্বোধনী অনুষ্ঠানে তিনি বলেন, সরকারের উন্ন্য়নের অগ্রযাত্রাকে ধারাবাহিকভাবে অব্যাহত রাখতে এবং মানুষের সেবা নিশ্চিত করতে বর্তমান সরকার নিরলসভাবে কাজ করে যাচ্ছে। গ্রাম হবে শহর। এ জন্য বাংলাদেশ প্রত্যেকটি জেলা উপজেলায় বিআরটিসির সেবা নিশ্চিত করতে হবে। অনুষ্টানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন সিলেটের দায়িত্ব প্রাপ্ত বাংলাদেশ আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক আহমেদ হোসেন, বাংলাদেশ আওয়ীলীগের সাংগঠনিক সম্পাদক এড. মিসবাহ উদ্দিন সিরাজ, কেন্দ্রীয় আওয়ামীলীগৈর সদস্য সিলেট মহানগর আওয়ামীলীগের সভাপতি সাবেক মেরয় বদর উদ্দিন আহমেদ কামরান, সিলেট জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক শফিকুর রহমান চৌধুরী, জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি শাহ ফরিদ আহমদ, জেলা আওয়ামীলীগের দপ্তর সম্পাদক সাইফুর আহমদ রুহেল, মহানগর আওয়ামীলীগের তথ্য ও গবেষণা সম্পাদক তপন মিত্র, কোম্পানিগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার সুমন আচার্য, জকিগঞ্জ উপজেলা চেয়ারম্যান লোকমান আহমদ, জৈন্তা উপজেলা চেয়ারম্যান কামাল আহমদ, গোয়াইনঘাট উপজেলা আওয়ামীলীগের সভাপতি ইব্রাহিম মাস্টার, সিরাজ উদ্দিন, বিআরটিসির পক্ষে উপস্থিত ছিলেন, ম্যানেজার (অপা) মো. জুলফিকুর আলী, প্রশাসনিক কর্মকর্তা এলায়েতুল ইসলাম জাবীর, ট্রাফিক ইনচার্জ মহীউদ্দিন খান, কারিগর প্রধান কুদরত আলী প্রমুখ।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: বাস


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ