Inqilab Logo

বুধবার, ২৬ জুন ২০২৪, ১২ আষাঢ় ১৪৩১, ১৯ যিলহজ ১৪৪৫ হিজরী

আল্লাহর হুকুম যখন হবে তখন বিয়ে হবে -সুজানা

বিনোদন ডেস্ক | প্রকাশের সময় : ৮ নভেম্বর, ২০১৯, ১২:০২ এএম

মডেল-অভিনেত্রী সুজানা জাফর এখন তার ব্যবসা নিয়ে ব্যস্ত সময় কাটাচ্ছেন। ব্যবসার কাজে দুবাইয়ে তার বেশি সময় কাটে। এ কারণে মিডিয়ায় তাকে খুব একটা পাওয়া যায় না। সম্প্রতি দুবাই থেকে দেশে ফিরেছেন। সুজানা বলেন, ব্যবসার কাজে দুবাই ছিলাম। আমার সুজানাস ক্লোজেট ব্যবসা প্রতিষ্ঠানটির অধিকাংশ পণ্য দেশের বাইরে থেকে সংগ্রহ করি। এছাড়া বিভিন্ন বিজনেস এক্সপোতে আমার ব্যবসা প্রতিষ্ঠানের পণ্যের প্রদর্শনী নিয়ে ব্যস্ত থাকি। কিছুদিন আগে চট্টগ্রামে ওয়েডিং এক্সপোতেও প্রদর্শনী করেছি। বিয়ের ব্যাপারে তিনি বলেন, বিয়ে নিয়ে এখন চিন্তা করি না। জন্ম-মৃত্যু-বিয়ে আল্লাহর হাতে। আল্লাহর হুকুম যখন হবে কেউ তখন বিয়ে আটকাতে পারবে না। কোনও মেয়ে জীবনেও বলবে না বিয়ে করব না। প্রতিটি মেয়ে চায় সংসার হবে, বাচ্চা হবে। আমি যতই চাই সেটা আমার মর্জি মতো হবে না। আল্লাহর হুকুম হতে হবে। আল্লাহর হুকুম না হলে হবে না। এখন যদি আমি কাউকে পছন্দ করি, বিয়ে করতে চাই, আমি যতই চেষ্টা করি না কেন বিয়ে হবে না। তিনি বলেন, অনেকেই পরিকল্পনা করে কীভাবে বিয়ে হবে। আমি এ নিয়ে বিন্দুমাত্র ভাবি না। বিয়ে করলেও কখনও বড় করে অনুষ্ঠান করব না। টাকা নষ্ট না করে আমি যাদের নিয়ে কাজ করি, এতিমখানার এতিম, প্রতিবন্ধী, বৃদ্ধাশ্রমের মানুষদের নিয়ে বিয়ের অনুষ্ঠান করব। এটা আমার মনের ইচ্ছে। তিনি বলেন, প্রতিবন্ধী, এতিম শিশু ও বৃদ্ধাশ্রমের মানুষদের নিয়ে আমি কাজ করি। তারা আমার পরিবারের সদস্যদের মতো। পাঁচ-ছয় বছর ধরে আমি এই কাজ করছি। যখন মন চায় তাদের সান্নিধ্যে চলে যাই। বন্ধুবান্ধব নিয়ে আড্ডা দিয়ে সময় নষ্ট না করে আমি এসব মানুষদের সঙ্গে সময় পার করি। যখন তাদের কাছে যেতে দেরি হয় অনেকে আমাকে ফোন করেন, খোঁজ নেন। ঈদ, জন্মদিনের অনুষ্ঠান, বৈশাখের অনুষ্ঠানসহ বড় বড় উৎসবের দিনগুলোও আমি তাদের সঙ্গ দেই।



 

Show all comments
  • Mokarrom solil ৮ নভেম্বর, ২০১৯, ৮:৪৭ এএম says : 0
    Good
    Total Reply(0) Reply
  • Kamal ৮ নভেম্বর, ২০১৯, ১২:২১ পিএম says : 0
    ALHAMDULILLAH AMI JODIO APNAKE CHINIO NA JANIO NA TOBE APNAR KOTHA GOLA AMAR KHOB VALO LAGLO. ALLAH APNAKE ARO BAYSHI BAYSHI BOJAR AND AMOL KORAR TOWFEEQ DAN KORON AMIN YEA RABB. TOBE EKTA SUGGESTION ROILO APNAR PROTI OVINOY TA EKEBARE SEREI DEN. ALLAH TO APNAKE ONEK TAKA POYSHA DISEN. EKHON ALLAH O ALLAH 'R RASUL (SA) POTHE CHOLON . ALLAH CHAHE TO ZANNAH PEYE JABEN .AMI JANINA AMAR E LEKHA APNAR DRISTI GHOCHOR HOBE KINA?
    Total Reply(0) Reply

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ