জনপ্রিয় মডেল ও অভিনেত্রী সুজানা জাফর। ২০০১ সালে মডেলিং দিয়ে ক্যারিয়ার শুরু। বর্তমানে শোবিজ দুনিয়াকে বিদায় জানিয়ে নিজের ফ্যাশন হাউজ ‘সুজানা’স ক্লোজেস’ নিয়ে ব্যস্ত সুজানা। সম্প্রতি অংশ নিয়েছেন ওয়েডিং ফেস্টিভ্যালে। ঈদ, পহেলা বৈশাখসহ বিভিন্ন দিবসে নিজের ফ্যাশন হাউস নিয়ে ফেস্টিভ্যালে অংশ নেন সুজানা। অ্যাকাউন্টিং পড়াশোনা করা এ অভিনেত্রী এখন পুরোদস্তুর ব্যবসায়ী।
মিডিয়াতে ফেরার সম্ভাবনা আছে কিনা জানতে চাইলে সুজানা জাফর বলেন, ‘না, আমি মন থেকে ছেড়েছি। কেউ আমাকে বলেনি, আমিই ছেড়েছি। আর সব থেকে গুরুত্বপূর্ণ কথা হলো আমি পর্দা করছি, তাই মিডিয়াতে ফেরার সম্ভাবনা নেই। পর্দা করে মিডিয়াতে কাজ করা কখনোই সম্ভব না। মিডিয়া মানেই আমাদের সব সময় মেকআপ, সাজগোজের ওপর থাকতে হয়। এটা আমি চিন্তাই করি না, আমি আবার মিডিয়াতে ব্যাক করব।’
দুবাইয়ে স্থায়ী হওয়া প্রসঙ্গে জানতে চাইলে তিনি বলেন, ‘না, আমি আসলে দুবাইতে সেটেলড না, আমার সুজানা’স ক্লোজেটের কালেকশনগুলো দুবাই থেকেই নিয়ে আসি। আর কিছু ফেব্রিকসে আমি নিজেই ডিজাইন করি। এখনো নিজেকে ডিজাইনার বলব না কারণ, আমি শুরু করেছি মাত্র তিন বছর হয়। হ্যা, ডিজাইন করতে আমার ভালো লাগে।’
ভক্তদের উদ্দেশে সাবেক এ লাক্স সুন্দরী বলেন, ‘আমি আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। দুই বছর হলো মিডিয়াতে কাজ ছেড়ে দিয়েছি। মানুষ এখনো আমাকে ভালোবাসে সেটা আমি বুঝি তাদের রেসপন্স, তাদের ম্যাসেজ, তাদের রেসপেক্ট দেখে। আমার কাছে মনে হচ্ছে, মানুষের কাছে আগের থেকে এখন বেশি রেসপেক্ট পাই।’