প্রাক্তন প্রেমিকের নির্যাতনের শিকার অভিনেত্রী
মালায়ালাম সিনেমার অভিনেত্রী আনিকা বিক্রমন। প্রাক্তন প্রেমিক অনুপ পিল্লাই তাকে শারীরিকভাবে নির্যাতন করেছেন বলে অভিযোগ
ক্যারিয়ারের শুরু থেকেই অনেক চলচ্চিত্রের প্রস্তাব পেয়েছি। কিন্তু করা হয়নি। আসলে পরিবার থেকে চায়নি আমি নাচ-গানে ভরপুর কোনো চলচ্চিত্রে অভিনয় করি। আমিও মিডিয়াতে কাজ নিয়ে কখনও সিরিয়াস হইনি। এখন মনে হচ্ছে আয়নাবাজির মতো চলচ্চিত্র হলে আমার অভিনয় করা উচিত। এ ধরনের চলচ্চিত্রের প্রস্তাব এলে অভিনয় করবো। কথাগুলো বলেন, মডেল ও অভিনেত্রী সুজানা জাফর। এখন মডেলিং ও অভিনয় কোনো মাধ্যমেই তিনি নিয়মিত নন। নিজের ব্যবসা নিয়ে ব্যস্ত। সুজানা বলেন, এখন ব্যবসার দিকেই মনোযোগ বেশি। তবে অভিনয়, মডেলিং যে একেবারেই করছি না তা কিন্তু নয়। মিডিয়ায় ক্যারিয়ার তো অনেক দিন হলো। এখন ভালো ভালো কাজ ছাড়া করতে ইচ্ছে করে না। আর আমি তো পরিচালকদের সঙ্গে কাজের জন্য খুব একটা যোগাযোগও করি না। ব্যবসার শুরুর দিকে এ দিকটাতেই বেশি সময় দিতে হচ্ছে। তবে এখন ভালো নির্মাতার ভালো গল্পের নাটকে অভিনয় করতে চাই। ভালো কাজ পেলে মিডিয়ায় নিয়মিত হবো। অনেক কাজের প্রস্তুাব পাই। প্রতি মাসেই মিউজিক ভিডিও করার অনেক অফার আসে। কিন্তু এখন যা তা কাজ করতে চাই না।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।