Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

ডিসেম্বরে মুক্তি পাবে অহিদুজ্জামান ডায়মন্ডের রোহিঙ্গা

বিনোদন ডেস্ক | প্রকাশের সময় : ৮ নভেম্বর, ২০১৯, ১২:০২ এএম

রোহিঙ্গা সিনেমার কাজ শেষ করে এনেছেন পরিচালক অহিদুজ্জামান ডায়মন্ড। সিনেমাটির ডাবিং শেষ। এখন মুক্তির অপেক্ষায় রয়েছে। সিনেমাটিতে রোহিঙ্গা সংকটের মৌলিক সমস্যাগুলো তুলে আনার চেষ্টা করেছেন ডায়মন্ড। তিনি বলেন, ‘একজন চলচ্চিত্রকার হিসেবে আমি কেবল সমস্যাগুলো তুলে ধরতে পারি, সমাধান দিতে পারি না। এই দায়িত্ব সরকারের।’ রোহিঙ্গা সংকট একদিনের নয়, বহু দিনের। এই সংকট এখন একটি আন্তর্জাতিক ইস্যু। জাতিসংঘের সাবেক মহাসচিব কফি আনানকে নিয়ে যে কমিশন গঠিত হয়েছিল, তার প্রতিবেদনসহ রোহিঙ্গা সংকট নিয়ে মিয়ানমারের ডি-ফ্যাক্টো নেত্রী অং সান সুচির ভূমিকা তুলে আনা হয়েছে সিনেমাটিতে। আলোকপাত করা হয়েছে জাতিসংঘের ভূমিকার ওপরও। ডায়মন্ড বলেন, ‘সিনেমাটি নির্মাণ করতে আমি যথেষ্ট শ্রম দিয়েছি। আন্তর্জাতিক গণমাধ্যমের ভূমিকাও আমি এতে তুলে ধরার চেষ্টা করেছি।’ শবনম শেহনাজ চৌধুরী প্রযোজিত রোহিঙ্গা প্রসঙ্গে ডায়মন্ড বলেন, ‘আমি ২০১২ সালে সিনেমাটি নির্মাণের উদ্যোগ নিই। ২০১৭ সালে যখন রোহিঙ্গাদের ওপর মিয়ানমার সরকারের নিপীড়ন শুরু হয় তখন তারা বাংলাদেশে আশ্রয় নিতে আসে। আমি তখন ক্যামেরা নিয়ে ছুটে যাই সেই দৃশ্যধারণ করার জন্য। আমি চেয়েছি বাস্তব বিষয়টা সিনেমায় উঠে আসুক। ডিসেম্বরের যে কোনো সপ্তাহে মুক্তির জন্য প্রস্তুতি নিচ্ছেন তিনি। সিনেমাটির বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন ওমর আইস অনি, আরশি হোসেন, সুচি, সাগর, বৃস্টি, তানজিদ, শাকিবা, হায়াতুজ্জামান, গোলাম রাব্বানি, মিন্টু, শ্রেয়া, তাওহিদ, এনামুল হক প্রমুখ। চিত্রগ্রহণে রয়েছেন আসাদুজ্জামান মজনু।

 



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: রোহিঙ্গা

১৮ ফেব্রুয়ারি, ২০২৩

আরও
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ