ইবি ভিসির অফিসে তালা, অডিও ক্লিপ বাজিয়ে আন্দোলন
ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) ভিসি প্রফেসর ড. শেখ আবদুস সালামের অডিও ফাঁসের ঘটনায় তৃতীয় দিনেও ভিসি
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে তিনজন হিন্দু ছাত্রকে শিবির সন্দেহে পিটানোর অভিযোগ উঠেছে শাখা ছাত্রলীগের নেতাকর্মীদের বিরুদ্ধে।
মঙ্গলবার উপাচার্য অধ্যাপক ফারজানা ইসলামের অপসারণের দাবিতে আন্দোলনরতদের ওপর ছাত্রলীগের হামলায় ৩৫ জনের মত আহত হন। হামলার সময় ছাত্রলীগ নেতা-কর্মীরা তিনজন হিন্দু ছাত্রকেও শিবির বলে পিটিয়েছে। সেই তিন হিন্দু ছাত্র হলো- সৌমিক বাগচি, সুদীপ্ত দে ও অমর্ত্য রায়।
আজ বুধবার অনুষ্ঠিত সংহতি সমাবেশে বক্তারা এই তথ্য তুলে ধরেন।
এ বিষয়ে সৌমিক বাগচি বলেন, তারা আমাকে লক্ষ করে বলতে থাকে এ শিবির করে। তারপর আমরা উপর চড়াও হয়ে এলোপাতাড়ি মারতে থাকে।
এ বিষয়ে আন্দোলনের মুখপাত্র অধ্যাপক রায়হান রাইন বলেন, শিবির ট্যাগ দিয়ে আন্দোলন দমানো পুরোনো কৌশল। কিন্তু আমরা শিক্ষক, সাংস্কৃতিক জোট ,প্রগতিশীল ছাত্রজোট মিলে আন্দোলন পরিচালনা করছি।এখানে শিবিরের কোন ঠাই নাই।
আন্দোলনকারীরা জানান, আন্দোলনে যারা নেতৃত্ব দিচ্ছে তাদের পরিকল্পিতভাবে শিবির ট্যাগ দিচ্ছে। গতকাল তারা এই তিন জন হিন্দু ছেলেকে লক্ষ করে বলেন,‘ধর ধর এরা শিবির করে ,এদের মারো। তারপর তাদের উপর ছাত্রলীগ কর্মীরা চড়াও হয়ে এলোপাতাড়ি মারধর শুরু করে। পরবর্তীতে তারা মেডিকেলে চিকিৎসা নিয়েছে সুস্থ বলে জানা গেছে।
উল্লেখ্য, মঙ্গলবার (৫ নভেম্বর) বেলা সাড়ে ১১ টার দিকে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) উপাচার্য অধ্যাপক ফারজানা ইসলামকে অপসারণের দাবিতে ‘দুর্নীতির বিরুদ্ধে জাহাঙ্গীরনগর’ ব্যানারে আন্দোলনরত শিক্ষক-শিক্ষার্থীদের ওপর হামলা করে ছাত্রলীগের নেতাকর্মীরা। এ ঘটনায় সাংবাদিকসহ অন্তত ২৫ জন আহত হয়।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।