ইবি ভিসির অফিসে তালা, অডিও ক্লিপ বাজিয়ে আন্দোলন
ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) ভিসি প্রফেসর ড. শেখ আবদুস সালামের অডিও ফাঁসের ঘটনায় তৃতীয় দিনেও ভিসি
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে চলমান ভিসি অপসারণের আন্দোলনে ছাত্রলীগের অতর্কিত হামলার প্রতিবাদে বুধবার সকালে বিক্ষোভের পর এখন সংহতি সমাবেশ করছে শিক্ষক-শিক্ষার্থীরা। পুরো ক্যাম্পাসে বিক্ষোভ মিছিল শেষে পুরাতন প্রশাসনিক ভবনের সামনে সংহতি সমাবেশ করছেন তারা।
আন্দোলনরতদের উপর হামলার নিন্দা জানিয়ে সমাবেশে সংহতি প্রকাশ করেছেন ঢাবি অধ্যাপক তানজিম হোসেন, জাবি অধ্যাপক আনু মুহাম্মদ, ছাত্র ইউনিয়নের সাধারণ সম্পাদক অনিক রায়, ছাত্রফ্রন্টের সাধারণ সম্পাদক নাসির উদ্দিন প্রিন্সসহ বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নের্তৃবৃন্দ।
শেষ খবর অনুযায়ী সংহতি সমাবেশে হামলার নিন্দা ও জাবি উপাচার্যের পদত্যাগের দাবিতে বক্তব্য রাখছেন শিক্ষক নেতারা।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।