Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে ভুয়া চিকিৎসকের ১ বছরের সশ্রম কারাদন্ড

কুড়িগ্রাম জেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ৫ নভেম্বর, ২০১৯, ৭:০৫ পিএম

কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে এক ভুয়া চিকিৎসককে ১ বছরের সশ্রম কারাদন্ড দিয়েছে ভ্রাম্যমান আদালত।
উপজেলার সোনাহাট বাজারে উত্তর ভরতেরছড়া গ্রামের আনছার আলীর পুত্র আসাদুজ্জামান নিজেকে বিশেষজ্ঞ চিকিৎসক পরিচয় দিয়ে দীর্ঘদিন ধরে স্থানীয় জনসাধারণকে প্রতারণা করে আসছিলো। ভুয়া এ চিকিৎসক তার চেম্বারে অশ্ব, পাইলস, একশিরা ও দাঁতের অপারেশন করে আসছিলো।
মঙ্গলবার দুপুরে স্থানীয় থানা পুলিশ রোগী সেজে তার চেম্বারে গিয়ে অপারেশনের বিভিন্ন যন্ত্রপাতি, রেজিস্ট্রেশন বিহীন নি¤œমানের ঔষধসহ তাকে চেম্বারে আটক করে। পরে উপজেলা নির্বাহী অফিসার এসএইচএম মাগফুরুল হাসান আব্বাসী, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ সায়েম এবং ওসি ইমতিয়াজ কবির ঘটনা স্থলে উপস্থিত হয়ে ঘটনার সত্যতার প্রমান পায়। পরে সেখানেই ভ্রাম্যমান আদালত বসিয়ে নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী অফিসার ঐ ভূয়া চিকিৎসককে ১ বছরের সশ্রম কারা দন্ড প্রদান করে। উপজেলা নির্বাহী অফিসার ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: ভুয়া চিকিৎসক

১৬ সেপ্টেম্বর, ২০২১
২৬ আগস্ট, ২০২১
১২ ফেব্রুয়ারি, ২০১৯

আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ